Kishore Kumar: কেন তিন তিনটে বিয়ে টিকল না কিশোর কুমারের, কী ছিল কারণ?

Kishore Kumar: বেঁচে থাকলে আজ কিশোর কুমারের বয়স হত ৯৩। মাত্র ৫৮ বছর বয়সে মারা যান তিনি। আজ তাঁর জন্মদিন।

| Edited By: | Updated on: Aug 04, 2022 | 11:05 PM
আজ কিশোর কুমারের জন্মদিন। একাধারে গায়ক-অভিনেতা-পরিচালক ছিলেন প্রতিভাবান শিল্পী।

আজ কিশোর কুমারের জন্মদিন। একাধারে গায়ক-অভিনেতা-পরিচালক ছিলেন প্রতিভাবান শিল্পী।

1 / 6
কর্মজীবনে সাফল্য এসেছিল ঠিকই, কিন্তু তাঁর ব্যক্তিজীবন ছিল দুঃখে ভরা। বহুবার মন ভেঙেছে কিশোর কুমারের।

কর্মজীবনে সাফল্য এসেছিল ঠিকই, কিন্তু তাঁর ব্যক্তিজীবন ছিল দুঃখে ভরা। বহুবার মন ভেঙেছে কিশোর কুমারের।

2 / 6
প্রথমে কিশোর বিয়ে করেছিলেন রুমা গুহঠাকুরতাকে। সেই বিয়ে টেকেনি। ছাড়াছাড়ি হয়ে যায়।

প্রথমে কিশোর বিয়ে করেছিলেন রুমা গুহঠাকুরতাকে। সেই বিয়ে টেকেনি। ছাড়াছাড়ি হয়ে যায়।

3 / 6
তারপর কিশোর বিয়ে করেন মধুবালাকে। মধুবালার হার্টে ফুটো ছিল। অল্প বয়সেই মৃত্যু হয় তাঁর। কিশোর দাঁড়িয়ে থেকে প্রিয়তমার মৃত্যু দেখেছিলেন।

তারপর কিশোর বিয়ে করেন মধুবালাকে। মধুবালার হার্টে ফুটো ছিল। অল্প বয়সেই মৃত্যু হয় তাঁর। কিশোর দাঁড়িয়ে থেকে প্রিয়তমার মৃত্যু দেখেছিলেন।

4 / 6
তারপর যোগিতা বালিকে বিয়ে করেন কিশোর কুমার। মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ায় যোগিতার সঙ্গে বিয়ে ভাঙে কিশোরের। যোগিতা ও মিঠুনের বিয়ে হয়।

তারপর যোগিতা বালিকে বিয়ে করেন কিশোর কুমার। মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ায় যোগিতার সঙ্গে বিয়ে ভাঙে কিশোরের। যোগিতা ও মিঠুনের বিয়ে হয়।

5 / 6
কিশোর কুমারের চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকর। কিশোর তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব ফিরিয়েছিলেন লীনা। তারপর নিজেই ফোন করে কিশোরকে তাঁকে বিয়ে করতে বলেছিলেন। শেষজীবনে তাঁর সঙ্গেই ভাল ছিলেন কিশোর।

কিশোর কুমারের চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকর। কিশোর তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব ফিরিয়েছিলেন লীনা। তারপর নিজেই ফোন করে কিশোরকে তাঁকে বিয়ে করতে বলেছিলেন। শেষজীবনে তাঁর সঙ্গেই ভাল ছিলেন কিশোর।

6 / 6
Follow Us: