Bangla News » Photo gallery » The actresses like Deepika Padukon, Alia Bhatt, Priyanka Chopra, Katrina Kaif, have captured the hot bikini look for the movie
Bold Bikini Look: চরিত্রের খাতিরে হট বিকিনি লুকে আসতেও পিছপা হন না বলিউডের নায়িকারা
Bold Bikini Look: এখনকার বলিউড নায়িকারা নিজেদের ফিট রাখতে সব সময় প্রস্তুত। নিজেদের সুন্দর চেহারা ক্যামেরার সামনে আনতেও অসুবিধে নেই। সিনেমায় তাঁদের বিকিনি লুকেও দেখা যায় একাধিকবার।
রেস, ককটেল, হালের গেহেরায়িয়াঁ-এমন অনেক ছবিতেই দীপিকা পাড়ুকোণকে পাওয়া গিয়েছে।
1 / 8
আলিয়া ভাটও রয়েছেন তালিকায়। প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ হলুদ, আর শানদার ছবিতে গোলাপি বিকিনিতে তাঁকে পাওয়া যায়। ভক্তরা কোনটা এগিয়ে রাখবেন হটনেসে বুঝতেই পারেন না।
2 / 8
দোস্তানা ছবিতে প্রিয়াঙ্কার চোপড়াকে দেখা যায় বিকিনিতে। আন্দাজ, বেওয়াচ ছবিতেও নিক ঘরণী হট বিকিনি লুকে পর্দায় দেখা দিয়েছেন।
3 / 8
জিরো ফিগার করে করিনা কাপুর খান টশন ছবিতে আসেন বিকিনি লুকে। এই ছবিতেই প্রথমবার অভিনয় করেন বেবো সইফ আলি খানের বিপরীতে।
4 / 8
লেডিজ ভার্সেস রকি বহেল ছবিতে অনুষ্কা শর্মাকে পাওয়া যায় হট বিকিনি লুকে। রণবীর সিংয়ের বিপরীতে তিনি এই ছবিতে অভিনয় করেন।
5 / 8
বেশ কয়েকটি ছবিতেই ক্যাটরিনা কাইফকে বিকিনি লুকে পাওয়া যায়। হৃত্বিক রোশনের বিপরীতে ব্যাং ব্যাং ছবির এই লুক অন্য মাত্রা পেয়েছে।
6 / 8
রাসকেল ছবিতে কঙ্গনা রানাওয়াতকে পাওযা যায় সাদা বিকিনিতে। ছবিতে তিনি অজয় দেবগণের নায়িকা। এই ছবির পর কঙ্গনা অজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে খবর বলিউডে।
7 / 8
বাঙালি কন্যে বিপাশা প্রথম ছবি থেকেই নিজের হটনেসে কাবু করেছেন ভক্তকুলকে। ধুম ২ ছবিতে তাঁর প্রথম এন্ট্রিই বিকিনি লুকে।