ICC Women’s World Cup 2022-এ কোন ৫ ভারতীয় ক্রিকেটারের ওপর থাকবে নজর?

আজ, থেকে শুরু হয়েছে আইসিসি মহিলাদের একদিনের বিশ্বকাপ। ৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে মিতালি রাজের ভারত। ২০০৫ ও ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও কাপের স্বাদ পায়নি ভারত। এ বার সেই কাপজয়ের লক্ষ্যে নামতে চলেছে ভারতের প্রমিলাব্রিগেড। চলতি বিশ্বকাপে নজরে থাকবে ভারতের যে পাঁচ ক্রিকেটাররা, তাঁদের দেখুন ছবিতে...

| Edited By: | Updated on: Mar 04, 2022 | 6:15 PM
মিতালি রাজ - ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) ২০১৭ সালে হেথার নাইটের ইংল্যান্ডের কাছে ফাইনালে হেরে গিয়েছিল। ৯ রানে ম্যাচ জিতেছিল ইংলিশ মহিলা ক্রিকেট টিম। কিন্তু সেই মিতালি আগের থেকে অনেক পরিণত। আর এখনকার ভারতও তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তৈরি। ফলে ২২৫টি আন্তর্জাতিক ওয়ান ডে-ম্যাচে ৭৬২৩ রান করা মিতালির দিকে আশায় বুক বেঁধে রেখেছে কোটি কোটি ভারতবাসী। ১৭-র জ্বালা একুশে মেটাক মিতালির ভারত, এটাই প্রার্থনা দেশবাসীর।

মিতালি রাজ - ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) ২০১৭ সালে হেথার নাইটের ইংল্যান্ডের কাছে ফাইনালে হেরে গিয়েছিল। ৯ রানে ম্যাচ জিতেছিল ইংলিশ মহিলা ক্রিকেট টিম। কিন্তু সেই মিতালি আগের থেকে অনেক পরিণত। আর এখনকার ভারতও তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তৈরি। ফলে ২২৫টি আন্তর্জাতিক ওয়ান ডে-ম্যাচে ৭৬২৩ রান করা মিতালির দিকে আশায় বুক বেঁধে রেখেছে কোটি কোটি ভারতবাসী। ১৭-র জ্বালা একুশে মেটাক মিতালির ভারত, এটাই প্রার্থনা দেশবাসীর।

1 / 5
স্মৃতি মান্ধানা - ২৫ বছর বয়সী ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ওপর এই বিশ্বকাপে অনেকটাই ভর করবে টিম ইন্ডিয়া। ২০১৩ সালে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছে স্মৃতির। এখনও পর্যন্ত ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৪টি ম্যাচে ২৪৬১ রান করেছেন স্মৃতি।

স্মৃতি মান্ধানা - ২৫ বছর বয়সী ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ওপর এই বিশ্বকাপে অনেকটাই ভর করবে টিম ইন্ডিয়া। ২০১৩ সালে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছে স্মৃতির। এখনও পর্যন্ত ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৪টি ম্যাচে ২৪৬১ রান করেছেন স্মৃতি।

2 / 5
ঝুলন গোস্বামী - ভারতের সিনিয়র তারকা বোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ওপর ৩৯ বছর বয়সেও আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ তিনি একাধিকবার প্রমাণ করেছেন, তাঁর বোলিংয়ের সামনে এখনও ধরাশায়ী প্রতিপক্ষ দল। দেশের হয়ে ১৯৫টা ওয়ান ডে ম্য়াচে খেলা ঝুলন ২৪৫টি উইকেট নিয়েছেন। ২০১৭ সালের ফাইনালে ১০ ওভার বল বলে ৩টি মেডেনসহ মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন বাংলার ঝুলন।

ঝুলন গোস্বামী - ভারতের সিনিয়র তারকা বোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ওপর ৩৯ বছর বয়সেও আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ তিনি একাধিকবার প্রমাণ করেছেন, তাঁর বোলিংয়ের সামনে এখনও ধরাশায়ী প্রতিপক্ষ দল। দেশের হয়ে ১৯৫টা ওয়ান ডে ম্য়াচে খেলা ঝুলন ২৪৫টি উইকেট নিয়েছেন। ২০১৭ সালের ফাইনালে ১০ ওভার বল বলে ৩টি মেডেনসহ মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন বাংলার ঝুলন।

3 / 5
হরমনপ্রীত কৌর - ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এর ওপর বিশেষ নজর থাকবে এ বারের বিশ্বকাপেও। ২০১৭ সালের বিশ্বকাপে ১৭১ রানের ইনিংসটা এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে রয়েছে। কয়েকদিন ধরে ফর্মে না থাকলেও বিশ্বকাপের আগেই ধীরে ধীরে ফর্মে ফিরেছেন হ্যারি। তাই তাঁর কাছেও ভারতীয় সমর্থকদের আশা কম নয়।

হরমনপ্রীত কৌর - ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এর ওপর বিশেষ নজর থাকবে এ বারের বিশ্বকাপেও। ২০১৭ সালের বিশ্বকাপে ১৭১ রানের ইনিংসটা এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে রয়েছে। কয়েকদিন ধরে ফর্মে না থাকলেও বিশ্বকাপের আগেই ধীরে ধীরে ফর্মে ফিরেছেন হ্যারি। তাই তাঁর কাছেও ভারতীয় সমর্থকদের আশা কম নয়।

4 / 5
রিচা ঘোষ - ভারতের জার্সিতে এখনও অবধি মাত্র ৭টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার আশার আলো দেখাচ্ছেন মিতালি রাজের টিম ইন্ডিয়াকে। ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ হওয়া রিচার ৭ ম্যাচে প্রাপ্তি ২২২ রান। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি।

রিচা ঘোষ - ভারতের জার্সিতে এখনও অবধি মাত্র ৭টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার আশার আলো দেখাচ্ছেন মিতালি রাজের টিম ইন্ডিয়াকে। ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ হওয়া রিচার ৭ ম্যাচে প্রাপ্তি ২২২ রান। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি।

5 / 5
Follow Us: