Top Smartphones: পকেটে টান? বাইশে ঝড় তুলল 20,000-এর মধ্যে এই 6 স্মার্টফোন, আপনিও কিনতে পারেন

Best Smartphone: 2022 সালে 20,000-এর মধ্য়ে এরকম কী কী ফোনের দিকে গ্যাজেট প্রেমীরা নজর রাখবেন তার একটি তালিকা প্রকাশ করা হল। রেডমি, রিয়েলমি, মোটোরোলার স্মার্টফোন রয়েছে এই তালিকায়।

| Edited By: | Updated on: Dec 21, 2022 | 5:11 PM
Realme Narzo 30A: রিয়েলমি নারজো সিরিজের যেকোনও দামের স্মার্টফোন কম দামে অসাধারণ স্পেসিফিকেশন দেয়। 6000 মিলিএম্প এর ব্যাটারি ও মিডিয়াটেক এর হেলিও G85 প্রসেসর এর রিয়েলমি নারজো 30A গেমারদের প্রথম পছন্দ হতে পারে। গেমিং-সেন্ট্রিক ফোন হওয়ায় ফোনটির প্রধান ফোকাস তার চিপসেটেই থাকছে। রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরার ফোন। রিয়েলমি নারজো 30A ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। রিয়েলমি নারজো 30A-এর দাম 12,990 টাকা।

Realme Narzo 30A: রিয়েলমি নারজো সিরিজের যেকোনও দামের স্মার্টফোন কম দামে অসাধারণ স্পেসিফিকেশন দেয়। 6000 মিলিএম্প এর ব্যাটারি ও মিডিয়াটেক এর হেলিও G85 প্রসেসর এর রিয়েলমি নারজো 30A গেমারদের প্রথম পছন্দ হতে পারে। গেমিং-সেন্ট্রিক ফোন হওয়ায় ফোনটির প্রধান ফোকাস তার চিপসেটেই থাকছে। রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরার ফোন। রিয়েলমি নারজো 30A ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। রিয়েলমি নারজো 30A-এর দাম 12,990 টাকা।

1 / 6
Realme 5i এটি 13 হাজার টাকার মধ্যে ব্যবহার উপযোগী ভাল স্মার্টফোন। রিয়েলমি 5i ফোনটির অসাধারণ পারফরম্যান্স এর পেছনে প্রধান ভূমিকা এর শক্তিশালী কোয়ালকম এর প্রসেসর, স্ন্যাপড্রাগন 665। রিয়েলমি 5i তে থাকছে 4 GB র‍্যাম ও 64 GB ইন্টারনাল স্টোরেজ। কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রিয়েলমি 5আই তে থাকছে 5000মিলিএম্প এর ব্যাটারি। এছাড়াও ফোনটির পেছনে আছে ফিংগারপ্রিন্ট সেস্নর। রিয়েলমি 5i-এর দাম 12,990 টাকা

Realme 5i এটি 13 হাজার টাকার মধ্যে ব্যবহার উপযোগী ভাল স্মার্টফোন। রিয়েলমি 5i ফোনটির অসাধারণ পারফরম্যান্স এর পেছনে প্রধান ভূমিকা এর শক্তিশালী কোয়ালকম এর প্রসেসর, স্ন্যাপড্রাগন 665। রিয়েলমি 5i তে থাকছে 4 GB র‍্যাম ও 64 GB ইন্টারনাল স্টোরেজ। কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রিয়েলমি 5আই তে থাকছে 5000মিলিএম্প এর ব্যাটারি। এছাড়াও ফোনটির পেছনে আছে ফিংগারপ্রিন্ট সেস্নর। রিয়েলমি 5i-এর দাম 12,990 টাকা

2 / 6
Motprwala Moto G60: 6 জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হয়েছে এই ফোন। এখানে রয়েছে 6.8ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120 হার্টজ। কোয়ালকম 732জি প্রসেসর রয়েছে এই ফোনে। আর রয়েছে 6000এমএএইচের একটি ব্যাটারি এবং 20 ওয়াটের টার্বোচার্জার। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে মোটো জি60 ফোনে। এছাড়াও রয়েছে ম্যাক্রো, ডেপথ এবং অন্যান্য ক্যামেরা সেনসর।

Motprwala Moto G60: 6 জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হয়েছে এই ফোন। এখানে রয়েছে 6.8ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120 হার্টজ। কোয়ালকম 732জি প্রসেসর রয়েছে এই ফোনে। আর রয়েছে 6000এমএএইচের একটি ব্যাটারি এবং 20 ওয়াটের টার্বোচার্জার। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে মোটো জি60 ফোনে। এছাড়াও রয়েছে ম্যাক্রো, ডেপথ এবং অন্যান্য ক্যামেরা সেনসর।

3 / 6
Redmi Note 11: 6 GB র‍্যাম এবং 64 GB স্টোরেজ, 6 GB র‍্যাম এবং 128GB স্টোরেজ এবং 8GB র‍্যাম ও 128GB স্টোরেজ— এই তিনটি ভ্যারিয়েন্টে রয়েছে এই ফোন। এই ফোনে একটি MediaTek Dimensity 810 প্রসেসর রয়েছে। 5G সাপোর্টও রয়েছে এই ফোনে। রেডমি নোট 11টি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা (119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ) সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনের সামনের ডিসপ্লেতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট 90 হার্টজ। 5000এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং পরিষেবাও রয়েছে এই ফোনে। দাম 13,990 টাকা।

Redmi Note 11: 6 GB র‍্যাম এবং 64 GB স্টোরেজ, 6 GB র‍্যাম এবং 128GB স্টোরেজ এবং 8GB র‍্যাম ও 128GB স্টোরেজ— এই তিনটি ভ্যারিয়েন্টে রয়েছে এই ফোন। এই ফোনে একটি MediaTek Dimensity 810 প্রসেসর রয়েছে। 5G সাপোর্টও রয়েছে এই ফোনে। রেডমি নোট 11টি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা (119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ) সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনের সামনের ডিসপ্লেতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট 90 হার্টজ। 5000এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং পরিষেবাও রয়েছে এই ফোনে। দাম 13,990 টাকা।

4 / 6
Inifinix Hot 10: কম দামে অসাধারণ স্পেসিফিকেশন অফার করে ইনিফিনিক্স এর স্মার্টফোনগুলি। তারই ধারাবাহিকতায় আমাদের তালিকায় স্থান পেয়েছে ইনফিনিক্স হট 10 ফোনটি। ফোনটি চলবে শক্তিশালী হেলিও G70 প্রসেসর দ্বারা। ইনফিনিক্স হট 10 ফোনটিতে রয়েছে 8 GB র‍্যাম ও 128 GB স্টোরেজ।  16 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। 5200 মিলিএম্প এর ব্যাটারি ব্যবহৃত হয়েছে ফোনটিতে। Inifinix Hot 10-এর দাম 11,990 টাকা।

Inifinix Hot 10: কম দামে অসাধারণ স্পেসিফিকেশন অফার করে ইনিফিনিক্স এর স্মার্টফোনগুলি। তারই ধারাবাহিকতায় আমাদের তালিকায় স্থান পেয়েছে ইনফিনিক্স হট 10 ফোনটি। ফোনটি চলবে শক্তিশালী হেলিও G70 প্রসেসর দ্বারা। ইনফিনিক্স হট 10 ফোনটিতে রয়েছে 8 GB র‍্যাম ও 128 GB স্টোরেজ। 16 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। 5200 মিলিএম্প এর ব্যাটারি ব্যবহৃত হয়েছে ফোনটিতে। Inifinix Hot 10-এর দাম 11,990 টাকা।

5 / 6
Realme Narzo 30- রিয়েলমির এই 5G ফোনে রয়েছে একটি MediaTek Dimensity 700 প্রসেসর এবং 6 জিবি র‍্যাম। এই প্রসেসরের সাহায্যে ইউজাররা দারুণ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনে একটি 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লেও রয়েছে যার রিফ্রেশ রেট 90 হার্টজ। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 5000এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনে।

Realme Narzo 30- রিয়েলমির এই 5G ফোনে রয়েছে একটি MediaTek Dimensity 700 প্রসেসর এবং 6 জিবি র‍্যাম। এই প্রসেসরের সাহায্যে ইউজাররা দারুণ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনে একটি 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লেও রয়েছে যার রিফ্রেশ রেট 90 হার্টজ। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 5000এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনে।

6 / 6
Follow Us: