Andrew Symonds: অ্যান্ড্রু সাইমন্ডসের নামে টাউন্সভিলের গ্র্যান্ড স্ট্যান্ড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কুইন্সল্যান্ডে থাকতেন অজি তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। চলতি বছরের মে মাসেই টাউন্সভিলের কাছে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন সাইমন্ডস। টাউন্সভিলের গ্র্যান্ড স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে সাইমন্ডসের নামে।

| Edited By: | Updated on: Oct 02, 2022 | 9:00 AM
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কুইন্সল্যান্ডে থাকতেন অজি তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। চলতি বছরের মে মাসেই টাউন্সভিলের কাছে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন সাইমন্ডস। টাউন্সভিলের গ্র্যান্ড স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে সাইমন্ডসের নামে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কুইন্সল্যান্ডে থাকতেন অজি তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। চলতি বছরের মে মাসেই টাউন্সভিলের কাছে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন সাইমন্ডস। টাউন্সভিলের গ্র্যান্ড স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে সাইমন্ডসের নামে।

1 / 5
অ্যান্ড্রু সাইমন্ডসের দুই সন্তান ক্লোয়ি ও উইল এবং মা বারবারা রিভারওয়ে স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের নতুন নাম অ্যান্ডু ‘রয়’ সাইমন্ডস -এর উন্মোচন করেন।

অ্যান্ড্রু সাইমন্ডসের দুই সন্তান ক্লোয়ি ও উইল এবং মা বারবারা রিভারওয়ে স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের নতুন নাম অ্যান্ডু ‘রয়’ সাইমন্ডস -এর উন্মোচন করেন।

2 / 5
গত মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে তে স্মরণ করা হয়েছিল অজি তারকা সাইমন্ডসকে। ম্যাচ শুরুর আগে, তাঁর পরিবারের সদস্য ও পোষ্য উপস্থিত ছিল মাঠে। ক্রিজে সাইমন্ডসের প্রিয় ব্যাগি গ্রিন, ব্যাট, মাছ ধরার সরঞ্জাম রেখে বিশেষভাবে সেলিব্রেট করা হয়েছিল।

গত মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে তে স্মরণ করা হয়েছিল অজি তারকা সাইমন্ডসকে। ম্যাচ শুরুর আগে, তাঁর পরিবারের সদস্য ও পোষ্য উপস্থিত ছিল মাঠে। ক্রিজে সাইমন্ডসের প্রিয় ব্যাগি গ্রিন, ব্যাট, মাছ ধরার সরঞ্জাম রেখে বিশেষভাবে সেলিব্রেট করা হয়েছিল।

3 / 5
অজি তারকা ক্রিকেটার সাইমন্ডসের ১০ বছর বয়সী মেয়ে ক্লোয়ি টাউন্সভিলের গ্র্যান্ড স্ট্যান্ডের নামকরণ তাঁর বাবার নামে হওয়ার পর বলেন,  "আমার মনে হচ্ছে চার পাশের সবাই তাঁকে অনেক ভালোবেসে যাবে। আমি জানি, তিনি অনেক বড় কিছু পছন্দ করতেন না। এই গ্র্যান্ড স্ট্যান্ডটাও অনেক বড় নয়। মনে হয় এটিকেও ভালোবাসতেন তিনি।"

অজি তারকা ক্রিকেটার সাইমন্ডসের ১০ বছর বয়সী মেয়ে ক্লোয়ি টাউন্সভিলের গ্র্যান্ড স্ট্যান্ডের নামকরণ তাঁর বাবার নামে হওয়ার পর বলেন, "আমার মনে হচ্ছে চার পাশের সবাই তাঁকে অনেক ভালোবেসে যাবে। আমি জানি, তিনি অনেক বড় কিছু পছন্দ করতেন না। এই গ্র্যান্ড স্ট্যান্ডটাও অনেক বড় নয়। মনে হয় এটিকেও ভালোবাসতেন তিনি।"

4 / 5
সাইমন্ডস এই সম্মান পাওয়ায় গর্বিত তাঁর মা বারবারাও। তিনি বলেন, "আমার ছেলে শুধু ক্রিকেট খেলতে ভালোবাসত। তবে যখন জানতে পারছি ওকে এত লোকে ভালোবাসত, সেটা জেনে খুবই গর্বিত বোধ করি।"

সাইমন্ডস এই সম্মান পাওয়ায় গর্বিত তাঁর মা বারবারাও। তিনি বলেন, "আমার ছেলে শুধু ক্রিকেট খেলতে ভালোবাসত। তবে যখন জানতে পারছি ওকে এত লোকে ভালোবাসত, সেটা জেনে খুবই গর্বিত বোধ করি।"

5 / 5
Follow Us: