Phil Foden: যুবভারতী জয় করে গিয়েছেন, কাতারে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের ফডেন

ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফিল ফডেন। কিন্তু জানেন কি, পাঁচ বছর আগেই ফুটবল বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ফডেন!

| Edited By: | Updated on: Nov 18, 2022 | 5:49 PM
ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফিল ফডেন। কিন্তু জানেন কি, পাঁচ বছর আগেই ফুটবল বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ফডেন!(ছবি:ইনস্টাগ্রাম)

ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফিল ফডেন। কিন্তু জানেন কি, পাঁচ বছর আগেই ফুটবল বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ফডেন!(ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
ফিল ফডেন। বাংলার ফুটবল প্রেমীরা স্মৃতিতে একটু চাপ দিন। নামটা মনে পড়বেই। ২০১৭ সালে ভারতের মাটিতে বসেছিল প্রথম ফুটবল বিশ্বকাপের আসর। ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ খেলা হয় সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। যার মধ্যে ছিল ফাইনাল ম্যাচও।(ছবি:ইনস্টাগ্রাম)

ফিল ফডেন। বাংলার ফুটবল প্রেমীরা স্মৃতিতে একটু চাপ দিন। নামটা মনে পড়বেই। ২০১৭ সালে ভারতের মাটিতে বসেছিল প্রথম ফুটবল বিশ্বকাপের আসর। ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ খেলা হয় সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। যার মধ্যে ছিল ফাইনাল ম্যাচও।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
২৮ অক্টোবর যুবভারতীতে ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও স্পেন। ২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক করে ইংল্যান্ড। ফাইনালে ৫-২ ব্যবধানে স্পেনকে হারিয়ে ভারতের মাটি থেকে বিশ্বকাপ নিয়ে যায় ইংল্যান্ড।(ছবি:ইনস্টাগ্রাম)

২৮ অক্টোবর যুবভারতীতে ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও স্পেন। ২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক করে ইংল্যান্ড। ফাইনালে ৫-২ ব্যবধানে স্পেনকে হারিয়ে ভারতের মাটি থেকে বিশ্বকাপ নিয়ে যায় ইংল্যান্ড।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন ফিল ফডেন। জোড়া গোল করেন। ইংল্যান্ড সমতা ফেরানোর পর ৬৯ মিনিটে লিড এনে দেন ফডেন। ৮৮ মিনিটে স্পেনের কফিনে শেষ পেরেক পোঁতেন তিনিই। (ছবি:ইনস্টাগ্রাম)

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন ফিল ফডেন। জোড়া গোল করেন। ইংল্যান্ড সমতা ফেরানোর পর ৬৯ মিনিটে লিড এনে দেন ফডেন। ৮৮ মিনিটে স্পেনের কফিনে শেষ পেরেক পোঁতেন তিনিই। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
ইংল্যান্ডের হাতে গিয়েছিল বিশ্বকাপ। আর গোল্ডেল বল ট্রফি নিয়ে ভারত ছেড়েছিলেন ফডেন। তারপর কেটে গিয়েছে পাঁচটা বছর। সামনে আরও একটা ফুটবল বিশ্বকাপ। তবে আর বয়সভিত্তিক নয়, এবার সিনিয়র বিশ্বকাপ।(ছবি:ইনস্টাগ্রাম)

ইংল্যান্ডের হাতে গিয়েছিল বিশ্বকাপ। আর গোল্ডেল বল ট্রফি নিয়ে ভারত ছেড়েছিলেন ফডেন। তারপর কেটে গিয়েছে পাঁচটা বছর। সামনে আরও একটা ফুটবল বিশ্বকাপ। তবে আর বয়সভিত্তিক নয়, এবার সিনিয়র বিশ্বকাপ।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
পাঁচ বছর আগে বিশ্বকাপ জয়ের স্মৃতি নিয়ে কাতারে পাড়ি দিয়েছেন ফডেন। দলের বাকি সদস্যদের থেকে একটু বেশিই আত্মবিশ্বাসী তিনি। পাঁচ বছর আগের আত্মবিশ্বাস ফের একবার অনুভব করছেন। কীভাবে পিছিয়ে থেকে কামব্যাক করতে হয়, তা ছোট বয়সেই হাতে কলমে শেখা ম্যান সিটি ফরোয়ার্ডের। (ছবি:ইনস্টাগ্রাম)

পাঁচ বছর আগে বিশ্বকাপ জয়ের স্মৃতি নিয়ে কাতারে পাড়ি দিয়েছেন ফডেন। দলের বাকি সদস্যদের থেকে একটু বেশিই আত্মবিশ্বাসী তিনি। পাঁচ বছর আগের আত্মবিশ্বাস ফের একবার অনুভব করছেন। কীভাবে পিছিয়ে থেকে কামব্যাক করতে হয়, তা ছোট বয়সেই হাতে কলমে শেখা ম্যান সিটি ফরোয়ার্ডের। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: