Vastu Tips For Broom: ঝাড়ু হয়েছে পুরনো? অর্থকষ্ট এড়াতে নতুন কেনার আগে মেনে চলুন বাস্তু টিপস

Vastu Tips For Home: হিন্দু শাস্ত্রে ঝাড়ু বা ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। বাড়ির পরিস্থিতি ও দিকনির্দেশ ছাড়াও বাস্তুশাস্ত্রে অন্যধরনের টিপসও বলা হয়।

| Edited By: | Updated on: Jan 22, 2023 | 9:30 AM
ধর্মীয় ও বাস্তুশাস্ত্রে ঝাড়ুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দু শাস্ত্রে ঝাড়ু বা ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। বাড়ির পরিস্থিতি ও দিকনির্দেশ ছাড়াও বাস্তুশাস্ত্রে অন্যধরনের টিপসও বলা হয়।

ধর্মীয় ও বাস্তুশাস্ত্রে ঝাড়ুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দু শাস্ত্রে ঝাড়ু বা ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। বাড়ির পরিস্থিতি ও দিকনির্দেশ ছাড়াও বাস্তুশাস্ত্রে অন্যধরনের টিপসও বলা হয়।

1 / 8
বাস্তু অনুযায়ী, ঝাঁটা বা ঝাড়ু জীবনের নানা শুভ ও অশুভ প্রভাব ফেলে। গৃহস্থের পরিবেশ সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে সাহায্য করে ঝাড়ুর বাস্তু নিয়ম। বিশ্বাস করা হয় যে ঝাড়ুতে দেবী লক্ষ্মীর বাস। দেবী লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। তাই ঝাড়ু ঠিকমতো না রাখলে বা সঠিক দিনে কেনা না হলে তা মহালক্ষ্মীর অসম্মান বলে গণ্য করা হয়।

বাস্তু অনুযায়ী, ঝাঁটা বা ঝাড়ু জীবনের নানা শুভ ও অশুভ প্রভাব ফেলে। গৃহস্থের পরিবেশ সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে সাহায্য করে ঝাড়ুর বাস্তু নিয়ম। বিশ্বাস করা হয় যে ঝাড়ুতে দেবী লক্ষ্মীর বাস। দেবী লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। তাই ঝাড়ু ঠিকমতো না রাখলে বা সঠিক দিনে কেনা না হলে তা মহালক্ষ্মীর অসম্মান বলে গণ্য করা হয়।

2 / 8
ঝাড়ু কোথায় রাখবেন:  ঝাড়ু ঘরের এক কোণে এমনভাবে রাখা উচিত যাতে বের করার সময় কেউ দেখতে না পান। কথিত আছে, যে আপনার টাকা যেভাবে রাখেন, আপনার ঝাড়ুও সেভাবে যত্নে রাখুন। এছাড়া ঝাঁটা বা ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখবেন না। কিংবা উল্টো করে বা আড়াআড়ি ভাবে রাখবেন না। সবসময় ঝাড়ু শুয়ে রাখুন।

ঝাড়ু কোথায় রাখবেন: ঝাড়ু ঘরের এক কোণে এমনভাবে রাখা উচিত যাতে বের করার সময় কেউ দেখতে না পান। কথিত আছে, যে আপনার টাকা যেভাবে রাখেন, আপনার ঝাড়ুও সেভাবে যত্নে রাখুন। এছাড়া ঝাঁটা বা ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখবেন না। কিংবা উল্টো করে বা আড়াআড়ি ভাবে রাখবেন না। সবসময় ঝাড়ু শুয়ে রাখুন।

3 / 8
কোন দিন ঝাড়ু কিনবেন না: বাড়ির ঝাড়ু পুরনো হয়ে গিয়েছে? ভাবছেন নতুন কিনবেন। কেনার আগে সঠিক দিন বুঝে কিনুন। প্রথম দিন সোমবার। এই দিনে ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয়।

কোন দিন ঝাড়ু কিনবেন না: বাড়ির ঝাড়ু পুরনো হয়ে গিয়েছে? ভাবছেন নতুন কিনবেন। কেনার আগে সঠিক দিন বুঝে কিনুন। প্রথম দিন সোমবার। এই দিনে ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয়।

4 / 8
একই সময়ে, শনিবারও ঝাড়ু কেনা উচিত নয় কারণ এই দিনটি শনিদেবের দিন। বিশ্বাস করা হয় যে এই দিনে ঝাড়ু কেনা বা নিক্ষেপ করলে শনি দোষের সম্মুখীন হতে পারেন। এছাড়া শুক্লপক্ষে ঝাড়ু কেনা ভালো নয়।

একই সময়ে, শনিবারও ঝাড়ু কেনা উচিত নয় কারণ এই দিনটি শনিদেবের দিন। বিশ্বাস করা হয় যে এই দিনে ঝাড়ু কেনা বা নিক্ষেপ করলে শনি দোষের সম্মুখীন হতে পারেন। এছাড়া শুক্লপক্ষে ঝাড়ু কেনা ভালো নয়।

5 / 8
যেখানে ঝাড়ু রাখবেন না: ডাইনিং রুমে ঝাড়ু রাখা উচিত নয়। বিশ্বাস অনুসারে, খাবার ঘরে ঝাড়ু রাখলে ঘরে দারিদ্র্য নেমে আসে।  আর্থিক সংকট চরম আকার ধারণ করে।

যেখানে ঝাড়ু রাখবেন না: ডাইনিং রুমে ঝাড়ু রাখা উচিত নয়। বিশ্বাস অনুসারে, খাবার ঘরে ঝাড়ু রাখলে ঘরে দারিদ্র্য নেমে আসে। আর্থিক সংকট চরম আকার ধারণ করে।

6 / 8
নতুন ঘর পরিষ্কার করা: নতুন বাড়িতে প্রবেশকালে নোংরা ও ধুলো পরিষ্কার করার জন্য ঝাড়ু দেওয়া আবশ্যিক। তবে পুরনো নয়, নতুন ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন।

নতুন ঘর পরিষ্কার করা: নতুন বাড়িতে প্রবেশকালে নোংরা ও ধুলো পরিষ্কার করার জন্য ঝাড়ু দেওয়া আবশ্যিক। তবে পুরনো নয়, নতুন ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন।

7 / 8
এর ফলে ইতিবাচক শক্তির পরিবেশ সৃষ্টি হয়। ঘরে সুখ-শান্তি বজায় থাকে। নতুন বাড়িতে কখনও পুরনো বা ভাঙা ঝাড়ু ব্যবহার করবেন না।

এর ফলে ইতিবাচক শক্তির পরিবেশ সৃষ্টি হয়। ঘরে সুখ-শান্তি বজায় থাকে। নতুন বাড়িতে কখনও পুরনো বা ভাঙা ঝাড়ু ব্যবহার করবেন না।

8 / 8
Follow Us: