Bollywood Boycott: এই বয়কটের ডাকে যে ডরায় না বিজয় দেবেরাকোন্ডা, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল তাঁর কথায়। অন্যান্য স্টারেরা যখন ছবি মুক্তির আগে সুর নরম করছেন, তখন বিজয় এ কি বললেন।
Aug 21, 2022 | 1:15 PM
শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবি লাইগার। ঝড়ের গতিতে ভাইরাল এই ছবির প্রতিটা খবর। তবে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বলিউড মানেই বয়কটের ডাক। খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই প্রসঙ্গ।
1 / 5
দক্ষিণের বক্সঅফিস দাপটকে লক্ষ্য করেই কি করণ জোহরের তুরুপের তাস বিজয় দেবারাকোন্ড! সেই প্রশ্নের উত্তর মিলবে ছবি মুক্তির পরই। যদিও তার আগে দাপটের সঙ্গে প্রচারের কাজ করে চলেছেন বিজয়।
2 / 5
এবার বিজয় ও অনন্যা অভিনীত ছবি লাইগার ঘিরে উঠল বয়কটের ডাক। তবে এই বয়কটের ডাকে যে ডরায় না বিজয় দেবেরাকোন্ডা, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল তাঁর কথায়। অন্যান্য স্টারেরা যখন ছবি মুক্তির আগে সুর নরম করছেন, তখন বিজয় এ কি বললেন।
3 / 5
তাঁর সাফ উত্তর তিনি ভয় পান না বয়কটকে। এবার বিজয়ের উত্তরে রীতিমত শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই মন্তব্য ঘিরে এখন তোলপাড় নেটদুনিয়া। লাইগার-এর সাফ উত্তরে রীতিমত চমক।
4 / 5
তবে সত্যি কি লাইগার ছবি বয়কট করে কোনও ফল হবে! এই ছবি ঘিরে ভক্তদের উত্তেজনা, বিজয়-অনন্যা জুটিকে ঘিরে সর্বত্রই আলোচনা, সব মিলিয়ে এই ছবি যে বক্স অফিসে এক ভাল ফল করতে চলেছে, তা এক প্রকার স্পষ্ট।