Facial: পুজোর আগে ফেসিয়াল করানোর কথা ভাবছেন? যে ভুলগুলো এড়িয়ে চলবেন…

Skin Care Tips: যদি পুজোর আগে ফেসিয়াল করার কথা চিন্তাভাবনা করেন, তাহলে বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। নাহলে ঘটে যেতে পারে বিপদ...

| Edited By: | Updated on: Sep 28, 2022 | 8:06 AM
পুজোর আগে পার্লারের দ্বারস্থ হন কমবেশি অনেকেই। উদ্দেশ্য একটাই: উৎসবের মরশুমে রূপচর্চা। কিন্তু যদি ফেসিয়াল করার কথা চিন্তাভাবনা করেন, তাহলে বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ফেসিয়াল করার আগে ও পরে এই ভুলগুলো এড়িয়ে চলুন...

পুজোর আগে পার্লারের দ্বারস্থ হন কমবেশি অনেকেই। উদ্দেশ্য একটাই: উৎসবের মরশুমে রূপচর্চা। কিন্তু যদি ফেসিয়াল করার কথা চিন্তাভাবনা করেন, তাহলে বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ফেসিয়াল করার আগে ও পরে এই ভুলগুলো এড়িয়ে চলুন...

1 / 6
ত্বকের ধরনের অনুযায়ী ফেসিয়াল বেছে নিন। সব ধরনের ফেসিয়ালই যে আপনার জন্য সেরা হবে তা নয়। ভুল ফেসিয়াল পণ্য বেছে নিলে পুজোর আগে ত্বকে ব্রেকআউটের সমস্যা দেখা দিতে পারে।

ত্বকের ধরনের অনুযায়ী ফেসিয়াল বেছে নিন। সব ধরনের ফেসিয়ালই যে আপনার জন্য সেরা হবে তা নয়। ভুল ফেসিয়াল পণ্য বেছে নিলে পুজোর আগে ত্বকে ব্রেকআউটের সমস্যা দেখা দিতে পারে।

2 / 6
ফেসিয়াল করানোর আগে ওয়াক্স বা থ্রেডিং করবেন না। থ্রেডিং বা ওয়াক্স করলে ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এর ফলে ত্বকে জ্বালাভাব, লালচে ভাব দেখা দিতে পারে। তাই এটি এড়িয়ে চলুন।

ফেসিয়াল করানোর আগে ওয়াক্স বা থ্রেডিং করবেন না। থ্রেডিং বা ওয়াক্স করলে ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এর ফলে ত্বকে জ্বালাভাব, লালচে ভাব দেখা দিতে পারে। তাই এটি এড়িয়ে চলুন।

3 / 6
ফেসিয়াল করার পর রোদে বের হবে না। ফেসিয়াল করার পর রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। তবে সবচেয়ে ভাল হয় যদি বিকালে কিংবা সন্ধ্যেতে বেলা ফেসিয়াল করান। এতে ত্বক পুনরুজ্জীবিত হওয়ার সময় পায়।

ফেসিয়াল করার পর রোদে বের হবে না। ফেসিয়াল করার পর রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। তবে সবচেয়ে ভাল হয় যদি বিকালে কিংবা সন্ধ্যেতে বেলা ফেসিয়াল করান। এতে ত্বক পুনরুজ্জীবিত হওয়ার সময় পায়।

4 / 6
ফেসিয়াল করার পর ত্বকে এক্সফোলিয়েটর ব্যবহার করবেন না। সাধারণত ফেসিয়াল করার সময়ই ত্বক এক্সফোলিয়েট হয়ে যায়। কিন্তু আবার আপনি স্ক্রাব ব্যবহার করেন তাহলে ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে।

ফেসিয়াল করার পর ত্বকে এক্সফোলিয়েটর ব্যবহার করবেন না। সাধারণত ফেসিয়াল করার সময়ই ত্বক এক্সফোলিয়েট হয়ে যায়। কিন্তু আবার আপনি স্ক্রাব ব্যবহার করেন তাহলে ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে।

5 / 6
ফেসিয়াল করার আগে কিংবা পরের মুহূর্তে মেকআপ ব্যবহার করবেন না। মেকআপ করলে ফেসিয়াল শুরু আগে ত্বক ভাল করে পরিষ্কার করতে হবে। আবার ফেসিয়াল করার পর মেকআপ করলে ত্বকের উপর জ্বালাভাব অনুভব করতে পারেন।

ফেসিয়াল করার আগে কিংবা পরের মুহূর্তে মেকআপ ব্যবহার করবেন না। মেকআপ করলে ফেসিয়াল শুরু আগে ত্বক ভাল করে পরিষ্কার করতে হবে। আবার ফেসিয়াল করার পর মেকআপ করলে ত্বকের উপর জ্বালাভাব অনুভব করতে পারেন।

6 / 6
Follow Us: