Bipasha Basu Scandal: বিপাশা বসু। বলিউড ইন্ডাস্ট্রির লাস্যময়ী নায়িকা। আজ তিনি বিবাহিত, রয়েছে এক সন্তানও। তবে জানেন কি, বেশ কিছু বছর আগে এক ফোনালাপের কারণে আজও কলঙ্ক বয়ে বেড়াতে হয় তাঁকে।
Jan 27, 2023 | 9:36 AM
বিপাশা বসু। বলিউড ইন্ডাস্ট্রির লাস্যময়ী নায়িকা। আজ তিনি বিবাহিত, রয়েছে এক সন্তানও। তবে জানেন কি, বেশ কিছু বছর আগে এক ফোনালাপের কারণে আজও কলঙ্ক বয়ে বেড়াতে হয় তাঁকে।
1 / 6
সমাজবাদী পার্টির নেতা অমর সিংয়ের এক ফোনালাপ ফাঁস হয়ে যায় বেশ কিছু বছর আগে। ফোনালাপ না বলে সেক্স চ্যাট বলাই ভাল। ওই চ্যাটেই যে নারীকণ্ঠটি ছিল তা হুবহু বিপাশার মতো।
2 / 6
প্রাথমিক কুশল বিনিময়ের পর আচমকাই শুরু হয় সেই ব্যক্তিগত কথোপকথন। পুরুষ কণ্ঠটি আচমকাই বলেন, 'আমি এখন বুড়ো হয়ে গিয়েছি।" অন্যদিকে মহিলা কণ্ঠটি হেসে বলে, 'মোটেও না, বয়স কি ম্যাটার করে'।
3 / 6
এরপরের উত্তরটিই চমকে দিয়েছিল সকলকে। অমর সিংয়ের উত্তর ছিল, "করে, তো, দুটি পায়ের মধ্যিখানে করে"। তাঁর এই যৌনইঙ্গিতপূর্ণ কথোপকথন ফাঁস হওয়ার পরে রীতিমতো হইচই পড়ে যায়।
4 / 6
অমর সিং মেনে নেন ফোনে ওই পুরুষ কন্ঠটি তাঁরই। যদিও বিপাশা অস্বীকার করেন। তাঁর দাবি ছিল ওই মহিলা কণ্ঠটি মোটেও তাঁর নয়। এমনকি খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, প্রয়োজন হলে তিনি প্রমাণ করতে পারেন যে ওই মহিলা তিনি নন।
5 / 6
হয় বিস্তর জলঘোলা। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই বিতর্ক থিতু হয়ে যায়। তবে পুরোপুরি চাপা পড়েনি। আজও কমেন্ট বক্সে ওই সেক্স চ্যাট প্রসঙ্গ উঠলেই উঠে আসে বিপাশার নাম। কলঙ্কও আজও বয়ে বেড়াতে হয় তাঁকে।