Sachin Tendulkar: প্রথম ‘প্রেম’ ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন সচিন
TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal
Updated on: Oct 05, 2022 | 10:00 AM
সচিন তেন্ডুলকরের গ্যারাজে অনেক দামি গাড়িই রয়েছে। তারপরও মন কেমন করত তাঁর প্রথম প্রেমের জন্য। কষ্টের উপার্জনে কেনা সেই মারুতি ৮০০। তার সঙ্গে জড়িতে কত না স্মৃতি। সেটা ফিরে পেতে কোনও কসুর করেননি সচিন। অবশেষে ফিরেও পেয়েছেন। তাঁর উচ্ছ্বাস ছিল দেখার মতো।
Oct 05, 2022 | 10:00 AM
সচিন তেন্ডুলকরের গ্যারাজে অনেক দামি গাড়িই রয়েছে। তারপরও মন কেমন করত তাঁর প্রথম প্রেমের জন্য। কষ্টের উপার্জনে কেনা সেই মারুতি ৮০০। (ছবি : টুইটার)
1 / 5
তার সঙ্গে জড়িতে কত না স্মৃতি। সেটা ফিরে পেতে কোনও কসুর করেননি সচিন। অবশেষে ফিরেও পেয়েছেন। তাঁর উচ্ছ্বাস ছিল দেখার মতো। (ছবি : টুইটার)
2 / 5
ক্রিকেট মাঠে তাঁর সাফল্য কার্যত ধরা ছোঁয়ার বাইরে। তাঁর কোনও আক্ষেপ থাকতে পারে এমনটা ভাবতেও যেন অবাক লাগে। সচিনের ছিল। তার সেই গাড়ির জন্য। তাঁর সাফল্যের সফরের সঙ্গী ছিল এই গাড়ি। (ছবি : টুইটার)
3 / 5
গ্যারাজে অনেক দামি গাড়ি থাকলেও ভুলতে পারেননি প্রথম সঙ্গীকে। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার বহু বছর পর সেটা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর ইচ্ছের কথা। (ছবি : টুইটার)
4 / 5
গাড়ির খোঁজ পাওয়া গেলেও অবস্থা ছিল শোচনীয়। সেটিকে পুরনো অবস্থায় ফিরিয়েছিলেন। উচ্ছ্বসিত সচিন জানিয়েছিলেন, আমার কাছে গাড়ি শুধুমাত্র বাহন নয়। এটি আমার দ্বিতীয় বাড়ি, সফর সঙ্গী। (ছবি : টুইটার)