World Tourism Day 2022: ২৮ বছর পেরিয়ে যাওয়ার আগে ভারতের এই অফবিট ৫ শৈল শহরে একবার ঘুরে আসুন

Hill Station in India: এবার যদি কোথাও ঘুরতে যেতে মন চায় তাহলে ভারতেরই বিখ্যাত হিল স্টেশনগুলিতে ঘুরে আসুন। বয়স যদি ২৮ এর মধ্যে হয় তাহলে এই ৫টি জায়গাগুলি আগে যাওয়ার প্ল্যান করুন।

| Edited By: | Updated on: Sep 21, 2022 | 6:21 PM
এই পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যদি শ্বাস নিতে হয়, তাহলে ভবঘুরেদের মত জীবনযাপন করলে সে গোটা জীবন সার্থক হবে। ছোট্ট জীবন, সেই জীবনে শুধু অজানাকে জানার জন্য নতুন নতুন জায়গাকেই দেখেন তাই নয়, সেখানকার পরিবেশ, জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হোন। করোনার সময় মানুষের স্বাভাবিক নিয়মে চলা গতি থমতে গেলেও ফের ছন্দে ফিরছে বিশ্বের সব মানুষ।

এই পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যদি শ্বাস নিতে হয়, তাহলে ভবঘুরেদের মত জীবনযাপন করলে সে গোটা জীবন সার্থক হবে। ছোট্ট জীবন, সেই জীবনে শুধু অজানাকে জানার জন্য নতুন নতুন জায়গাকেই দেখেন তাই নয়, সেখানকার পরিবেশ, জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হোন। করোনার সময় মানুষের স্বাভাবিক নিয়মে চলা গতি থমতে গেলেও ফের ছন্দে ফিরছে বিশ্বের সব মানুষ।

1 / 7
প্রতিবছর ২৭ সেপ্টেন্বর পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। যার মূল উদ্দেশ্যই হল প্রচার ও সচেতনতা বৃদ্ধি করা। গত ৪২ বছর ধরে এই দিনটি পালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার যদি কোথাও ঘুরতে যেতে মন চায় তাহলে ভারতেরই বিখ্যাত হিল স্টেশনগুলিতে ঘুরে আসুন। বয়স যদি ২৮ এর মধ্যে হয় তাহলে এই ৫টি জায়গাগুলি আগে যাওয়ার প্ল্যান করুন।

প্রতিবছর ২৭ সেপ্টেন্বর পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। যার মূল উদ্দেশ্যই হল প্রচার ও সচেতনতা বৃদ্ধি করা। গত ৪২ বছর ধরে এই দিনটি পালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার যদি কোথাও ঘুরতে যেতে মন চায় তাহলে ভারতেরই বিখ্যাত হিল স্টেশনগুলিতে ঘুরে আসুন। বয়স যদি ২৮ এর মধ্যে হয় তাহলে এই ৫টি জায়গাগুলি আগে যাওয়ার প্ল্যান করুন।

2 / 7
আউলি, উত্তরাখণ্ড: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০৫৬ মিটার উচ্চতায় অবস্থিত এই বিখ্যাত ও জনপ্রিয় হিল স্টেশনটি বদ্রীনাথ যাওয়ার পথে পড়ে। এশিয়ার দীর্ঘতম কেবল কার রয়েছে এখানে। যার মাধ্যমে বরফে ঢাকা হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এছাড়া পাহাড়ের কোলে দেলদারু, পাইন ওআপেলের বাগান ও চোখে পড়বে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আউলি হিল স্টেশনকে ভারতের মিনি সুইত্‍জারল্যান্ড বলা হয়।

আউলি, উত্তরাখণ্ড: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০৫৬ মিটার উচ্চতায় অবস্থিত এই বিখ্যাত ও জনপ্রিয় হিল স্টেশনটি বদ্রীনাথ যাওয়ার পথে পড়ে। এশিয়ার দীর্ঘতম কেবল কার রয়েছে এখানে। যার মাধ্যমে বরফে ঢাকা হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এছাড়া পাহাড়ের কোলে দেলদারু, পাইন ওআপেলের বাগান ও চোখে পড়বে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আউলি হিল স্টেশনকে ভারতের মিনি সুইত্‍জারল্যান্ড বলা হয়।

3 / 7
কল্প, হিমাচল প্রদেশ- পাহাড়ের কোলে অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরিবিলি এলাকা। কল্পায় পর্যটকের ভিড়ও কম। যদি টুইস্ট চান, তাহলে কল্পা গ্রামে যেতে পারেন। সবুজের মাঝে দেবী চণ্ডিকার মন্দির দর্শন করতে যেন ভুলবেন না। হিমালয়ের বুকে একচিলতে সুন্দর ও ছোট্ট হিল স্টেশন। সিমলা বিমানবন্দর থেকে একটি ক্যাব নিয়েই সেখানে চলে যেতে পারেন।

কল্প, হিমাচল প্রদেশ- পাহাড়ের কোলে অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরিবিলি এলাকা। কল্পায় পর্যটকের ভিড়ও কম। যদি টুইস্ট চান, তাহলে কল্পা গ্রামে যেতে পারেন। সবুজের মাঝে দেবী চণ্ডিকার মন্দির দর্শন করতে যেন ভুলবেন না। হিমালয়ের বুকে একচিলতে সুন্দর ও ছোট্ট হিল স্টেশন। সিমলা বিমানবন্দর থেকে একটি ক্যাব নিয়েই সেখানে চলে যেতে পারেন।

4 / 7
চাইল, হিমাচল প্রদেশ-  হিমালয়ের বুকে আরও একটি সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শৈল শহর। চণ্ডীগড় থেকে প্রায় ১১০ কিমি দূরে এই হিল স্টেশনটি যেদিকেই তাকাবেন সেদিকেই প্রকৃতির খেলা দেখতে পাবেন। পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর মজাই আলাদা এখানে।

চাইল, হিমাচল প্রদেশ- হিমালয়ের বুকে আরও একটি সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শৈল শহর। চণ্ডীগড় থেকে প্রায় ১১০ কিমি দূরে এই হিল স্টেশনটি যেদিকেই তাকাবেন সেদিকেই প্রকৃতির খেলা দেখতে পাবেন। পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর মজাই আলাদা এখানে।

5 / 7
নৈনিতাল, উত্তরাখণ্ড-  এখানে বেড়াতে কে না যায়! লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় করেন প্রতিবছর। হ্রদ ও পাহাড়ে ঘেরা এই সুন্দর শৈল শহরটিকেও ভারতে সুইত্‍জারল্যান্ড বলা হয়। এখানে সমতল ও নির্মল পরিবেশ পর্যটকের খুব পছন্দের। নৈনিতালে নৈনি লেক, মল রোড, নয়না দেবী মন্দির, ইকো কেভ পার্ক, স্নো ভিউ পয়েন্ট, চিড়িয়াখানা, নয়না পিক এবং টিফিন টপ দেখতে পারেন।

নৈনিতাল, উত্তরাখণ্ড- এখানে বেড়াতে কে না যায়! লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় করেন প্রতিবছর। হ্রদ ও পাহাড়ে ঘেরা এই সুন্দর শৈল শহরটিকেও ভারতে সুইত্‍জারল্যান্ড বলা হয়। এখানে সমতল ও নির্মল পরিবেশ পর্যটকের খুব পছন্দের। নৈনিতালে নৈনি লেক, মল রোড, নয়না দেবী মন্দির, ইকো কেভ পার্ক, স্নো ভিউ পয়েন্ট, চিড়িয়াখানা, নয়না পিক এবং টিফিন টপ দেখতে পারেন।

6 / 7
জুলুক, সিকিম- সপ্তাহান্তে ছুটি পেলেই সিকিমের অপূর্ব শৈল শহর জুলুকে যেতে পারেন। এই শহরটি সিকিমের পূর্ব অংশে অবস্থিত। প্রায় ৩ মিটির উচ্চতায় অবস্থিত এই শৈলশহরটি গ্যাংটক থেকে যাওয়া যায়। প্রসঙ্গত এই হিল স্টেশনে গেলে আগে থেকে পারমিট নিতে হয়।

জুলুক, সিকিম- সপ্তাহান্তে ছুটি পেলেই সিকিমের অপূর্ব শৈল শহর জুলুকে যেতে পারেন। এই শহরটি সিকিমের পূর্ব অংশে অবস্থিত। প্রায় ৩ মিটির উচ্চতায় অবস্থিত এই শৈলশহরটি গ্যাংটক থেকে যাওয়া যায়। প্রসঙ্গত এই হিল স্টেশনে গেলে আগে থেকে পারমিট নিতে হয়।

7 / 7
Follow Us: