England vs South Africa: সিরিজ জয় থেকে ৩৩ রান দূরে ইংল্যান্ড

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ ১-১ ছিল। ওভালে তৃতীয় টেস্টের প্রথম দিন পণ্ড হয় বৃষ্টিতে। রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখা হয়। তৃতীয় দিন অবশেষে ম্যাচ শুরু। মাত্র দু-দিনেই জয়ের সামনে ইংল্যান্ড। বাজবল ধামাকা ওভাল টেস্টে।

| Edited By: | Updated on: Sep 12, 2022 | 9:30 AM
 ওলি রবিনসন এবং স্টুয়ার্ট ব্রডের পেস জুটিতে প্রথম ইনিংসকে মাত্র ১১৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। রবিনসন ৫টি এবং ব্রড ৪ উইকেট নেন। (ছবি : টুইটার)

ওলি রবিনসন এবং স্টুয়ার্ট ব্রডের পেস জুটিতে প্রথম ইনিংসকে মাত্র ১১৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। রবিনসন ৫টি এবং ব্রড ৪ উইকেট নেন। (ছবি : টুইটার)

1 / 5
ইংল্যান্ডও প্রথম ইনিংসে বিশাল স্কোর গড়তে পারেনি। ওলি পোপের অর্ধশতরান ছাড়া আর কোনও বড় ইনিংস নেই। ১৫৮ রানে অলআউট ইংল্যান্ড। (ছবি : টুইটার)

ইংল্যান্ডও প্রথম ইনিংসে বিশাল স্কোর গড়তে পারেনি। ওলি পোপের অর্ধশতরান ছাড়া আর কোনও বড় ইনিংস নেই। ১৫৮ রানে অলআউট ইংল্যান্ড। (ছবি : টুইটার)

2 / 5
দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার মার্কো জানসেন ৫ উইকেট। অভিজ্ঞ পেসার কাগিসো রাবাডা নেন ৪ উইকেট। বাকি একটি উইকেট অনরিখ নর্ৎজের। (ছবি : টুইটার)

দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার মার্কো জানসেন ৫ উইকেট। অভিজ্ঞ পেসার কাগিসো রাবাডা নেন ৪ উইকেট। বাকি একটি উইকেট অনরিখ নর্ৎজের। (ছবি : টুইটার)

3 / 5
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৬৯ রানে অলআউট করে ইংল্যান্ড। অ্যান্ডারসন, রবিনসন ২টি করে উইকেট নেন। ৩ টি করে উইকেট অধিনায়ক বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রডের। উইকেট সংখ্যায় কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে ছাপিয়ে গেলেন ব্রড (৫৬৬)। (ছবি : টুইটার)

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৬৯ রানে অলআউট করে ইংল্যান্ড। অ্যান্ডারসন, রবিনসন ২টি করে উইকেট নেন। ৩ টি করে উইকেট অধিনায়ক বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রডের। উইকেট সংখ্যায় কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে ছাপিয়ে গেলেন ব্রড (৫৬৬)। (ছবি : টুইটার)

4 / 5
ইংল্যান্ডের জয়ের লক্ষ্য মাত্র ১৩০। জ্যাক ক্রলির (৫৭) অপরাজিত অর্ধশতরান এবং অ্যালেক্স লিস (৩২) এর জুটিতে মাত্র ১৭ ওভারে ৯৭ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ২-১' এ সিরিজ জিততে প্রয়োজন আর মাত্র ৩৩ রান। (ছবি : টুইটার)

ইংল্যান্ডের জয়ের লক্ষ্য মাত্র ১৩০। জ্যাক ক্রলির (৫৭) অপরাজিত অর্ধশতরান এবং অ্যালেক্স লিস (৩২) এর জুটিতে মাত্র ১৭ ওভারে ৯৭ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ২-১' এ সিরিজ জিততে প্রয়োজন আর মাত্র ৩৩ রান। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: