Retro Gossip: ‘কেবল জিনাতের শরীরেই ফোকাস, নোংরা ছবি সত্যম শিবম সুন্দরম’, বিস্ফোরক দেব আনন্দ

Zeenat Aman: সাল ১৯৭৮, পরিচালক রাজ কাপুর তৈরি করেছিলেন সত্যম শিবম সুন্দরম। যেখানে শশী কাপুর ও জিনাত আমানকে জুটি বাঁধতে দেখা যায়। ছবির শুরু থেকেই পর্দায় বোল্ড উপস্থাপনা জিনাতের ভক্তদের মনে ঝড় তোলে।

| Edited By: | Updated on: May 28, 2022 | 2:48 PM
সত্যম শিবম সুন্দরম ছবির মূল আকর্ষণই ছিলেন জিনাত আমান। একের পর এক বোল্ড দৃশ্যে যেভাবে সাহসী পোজ় দিয়েছিলেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

সত্যম শিবম সুন্দরম ছবির মূল আকর্ষণই ছিলেন জিনাত আমান। একের পর এক বোল্ড দৃশ্যে যেভাবে সাহসী পোজ় দিয়েছিলেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

1 / 6
সাল ১৯৭৮, পরিচালক রাজ কাপুর তৈরি করেছিলেন সত্যম শিবম সুন্দরম। যেখানে শশী কাপুর ও জিনাত আমানকে জুটি বাঁধতে দেখা যায়। ছবির শুরু থেকেই পর্দায় বোল্ড উপস্থাপনা জিনাতের ভক্তদের মনে ঝড় তোলে।

সাল ১৯৭৮, পরিচালক রাজ কাপুর তৈরি করেছিলেন সত্যম শিবম সুন্দরম। যেখানে শশী কাপুর ও জিনাত আমানকে জুটি বাঁধতে দেখা যায়। ছবির শুরু থেকেই পর্দায় বোল্ড উপস্থাপনা জিনাতের ভক্তদের মনে ঝড় তোলে।

2 / 6
গান থেকে শুরু করে প্রতিটা ছবির দৃশ্যকে এতটাই সুন্দর করে পর্দায় এঁকেছিলেন পরিচালক, যা স্বর্ণযুগের এক সেরা ছবি হয়ে রয়ে গিয়েছে। কিন্তু এই ছবি নিয়েই আপত্তি তুলেছিলেন অভিনেতা দেব আনন্দ।

গান থেকে শুরু করে প্রতিটা ছবির দৃশ্যকে এতটাই সুন্দর করে পর্দায় এঁকেছিলেন পরিচালক, যা স্বর্ণযুগের এক সেরা ছবি হয়ে রয়ে গিয়েছে। কিন্তু এই ছবি নিয়েই আপত্তি তুলেছিলেন অভিনেতা দেব আনন্দ।

3 / 6
তিনি সপাট জানাতে পিছপা হননি, যে ছবিটি নোংরা। পাল্টা প্রশ্ন করেছিলেন, আপনি কি লক্ষ্য করেছিলেন, কীভাবে ক্যামেরা ফোকাস করেছিল জিনাতের শরীরে।

তিনি সপাট জানাতে পিছপা হননি, যে ছবিটি নোংরা। পাল্টা প্রশ্ন করেছিলেন, আপনি কি লক্ষ্য করেছিলেন, কীভাবে ক্যামেরা ফোকাস করেছিল জিনাতের শরীরে।

4 / 6
ছবি তৈরির সময়ই সকলে জানতেন জিনাতের উপস্থাপনার জন্যই তাঁকে সকলে মনে রাখবে। পরবর্তীতে ঘটেও ঠিক তেমনটাই। ছবি সকলে মনে রাখবে।

ছবি তৈরির সময়ই সকলে জানতেন জিনাতের উপস্থাপনার জন্যই তাঁকে সকলে মনে রাখবে। পরবর্তীতে ঘটেও ঠিক তেমনটাই। ছবি সকলে মনে রাখবে।

5 / 6
বক্স অফিসে ঝড় তুলে এই ছবি তখন সকলের নজরের কেন্দ্রে চলে এসেছিল। সাহসী পোজ়ে কীভাবে সত্তরের দশকেও পর্দা কাঁপাতে হয়, তা প্রমাণ করেছিল এই ছবি।

বক্স অফিসে ঝড় তুলে এই ছবি তখন সকলের নজরের কেন্দ্রে চলে এসেছিল। সাহসী পোজ়ে কীভাবে সত্তরের দশকেও পর্দা কাঁপাতে হয়, তা প্রমাণ করেছিল এই ছবি।

6 / 6
Follow Us: