Commonwealth Games 2030: ঐতিহাসিক ঘোষণা! শতবর্ষের কমনওয়েলথ গেমসের মঞ্চ কি তৈরি হচ্ছে ভারতেই?

২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষপূর্তি। এ বার 'Centenary Games' আয়োজনের জন্য ভারতের আমেদাবাদকে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ স্পোর্টসের কার্যনির্বাহী বোর্ড। আপাতত কমনওয়েলথ স্পোর্ট ইভ্যালুয়েশন কমিটি আমেদাবাদের প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে।

Commonwealth Games 2030: ঐতিহাসিক ঘোষণা! শতবর্ষের কমনওয়েলথ গেমসের মঞ্চ কি তৈরি হচ্ছে ভারতেই?
ঐতিহাসিক ঘোষণা! শতবর্ষের কমনওয়েলথ গেমসের মঞ্চ কি তৈরি হচ্ছে ভারতেই?

Oct 15, 2025 | 8:39 PM

বছর পাঁচেক পর কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) আয়োজন করতে চায় ভারত। তাই আনুষ্ঠানিকভাবে বিড করার সিদ্ধান্ত নেয় ভারত। আর তাতে অনুমোদনও দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। আসলে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষপূর্তি। এ বার ‘Centenary Games’ আয়োজনের জন্য ভারতের আমেদাবাদকে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ স্পোর্টসের কার্যনির্বাহী বোর্ড। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত কমনওয়েলথের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে, এক ঐতিহাসিক আয়োজনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।

বোর্ডের এই সুপারিশটি এ বার চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে সদস্য দেশগুলির কাছে পেশ করা হবে। বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো আমেদাবাদ বহন করতে পারবে বলে আগেই ক্রীড়া মহলে শোনা গিয়েছিল। আমেদাবাদেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম (নরেন্দ্র মোদী স্টেডিয়াম)। এ বার ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের মতো মাল্টি স্পোর্টস ইভেন্ট আয়োজনের দায়িত্ব পায় কি না, সেটাই দেখার।

আপাতত কমনওয়েলথ স্পোর্ট ইভ্যালুয়েশন কমিটি (Commonwealth Sport Evaluation Committee) আমেদাবাদের প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে। প্রযুক্তিগত অবস্থান, খেলোয়াড়দের অভিজ্ঞতা, পরিকাঠামো, সুশাসন এবং কমনওয়েলথ স্পোর্টসের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য, এই সকল মাপকাঠিতে আমেদাবাদকে যোগ্য বলে মনে করা হয়েছে।

ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন

ভারত কমনওয়েলথ দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। এবং কমনওয়েলথ গেমসে ভারতের ভাল খেলার রেকর্ড রয়েছে (বার্মিংহাম ২০২২-এ পদক তালিকায় চতুর্থ স্থান)। আমেদাবাদে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের যে কথা ভাবছে, তা ‘বিকশিত ভারত ২০৪৭’ এর লক্ষ্যের প্রতি ভারতের অঙ্গীকারকেও তুলে ধরেছে।

নাইজেরিয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা

আফ্রিকায় কমনওয়েলথ গেমস আয়োজনের অঙ্গীকার পূরণের লক্ষ্যে, কমনওয়েলথ স্পোর্ট এক্সিকিউটিভ বোর্ড নাইজেরিয়াকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আবুজা, নাইজেরিয়াও ২০৩০ গেমসের জন্য প্রস্তাব জমা দিয়েছিল। তাদের এই গেমস আয়োজনের আগ্রহকে সম্মান জানিয়েছে বোর্ড।

কমনওয়েলথ স্পোর্টের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডক্টর ডোনাল্ড রুকরে ভারত ও নাইজেরিয়া দুই দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর মতে, নাইজেরিয়ার প্রস্তাবটিও খুবই আকর্ষণীয় ছিল এবং বোর্ড ভবিষ্যতে আফ্রিকায় গেমস আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার প্রেসিডেন্ট ডক্টর পি টি ঊষা বলেন, ‘আমেদাবাদে শতবর্ষের গেমস আয়োজন করা ভারতের জন্য খুবই সম্মানের হবে। এটি দেশের ক্রীড়ার গুরুত্ব এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে মজবুত করবে। এবং আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করবে।’