দুঃস্থ ক্রীড়াবিদদের ভ্যাকসিন, অভিনব উদ্যোগ রাহুল-দোলার

আগামি ৪ঠা জুন, দুঃস্থ ক্রীড়াবিদদের বিনামূল্যে ভ্যাকসিন দিতে চলেছে রাহুল-দোলার স্পোর্টস ফাউন্ডেশন। এই উদ্যোগে সামিল হয়েছে অ্যাপোলো হাসপাতাল সহ আরও কয়েকটি সংস্থা। সল্টলেক সেক্টর ফাইভের গ্লোবসিন বিজনেস স্কুলে হবে দুঃস্থ ক্রীড়াবিদদের বিনামূল্যে ভ্যাকসিন কর্মসূচি। আগামি শুক্রবার দুঃস্থ ক্রীড়াবিদদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে দুপুর দেড়টা থেকে। ক্রীড়াবিদদের দেওয়া হবে কোভিশিল্ড। জানিয়েছেন উদ্যোক্তারা।

দুঃস্থ ক্রীড়াবিদদের ভ্যাকসিন, অভিনব উদ্যোগ রাহুল-দোলার
অভিনব উদ্যোগ তীরন্দাজ ভাই বোনের
Follow Us:
| Updated on: Jun 02, 2021 | 7:45 PM

রক্তিম ঘোষ

কলকাতাঃ করোনার(COVID19) দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে রোজ। মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কার্যত লকডাউনে এখন ঘরবন্দি ক্রীড়াবিদ। কোনও খেলাতেই কোন ইভেন্ট নেই। পেশাদার ক্রীড়াবিদদের জীবিকাই আজ প্রশ্নের মুখে। কেউ কেউ প্রিয় খেলাকে সরিয়ে রেখে খুঁজতে শুরু করেছেন অন্য় জীবিকা। সবচেয়ে খারাপ অবস্থা রাজ্যের দুঃস্থ ক্রীড়াবিদদের। কিভাবে খেলা চালিয়ে যাবে, সেই ভাবনা দূর অস্ত। বরং তাঁদের কাছে এখন চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবেন করোনার এই পরিস্থিতি। সেই দুঃস্থ ক্রীড়াবিদদের পাশে এবার দাঁড়াতে চলেছেন বাংলার(BENGAL) তারকা তীরন্দাজ(ARCHER) দোলা বন্দ্যোপাধ্যায় (DOLA BANERJEE) ও রাহুল বন্দ্যোপাধ্যায় (RAHUL BANERJEE)।

আগামি ৪ঠা জুন, দুঃস্থ ক্রীড়াবিদদের বিনামূল্যে ভ্যাকসিন দিতে চলেছে রাহুল-দোলার স্পোর্টস ফাউন্ডেশন। এই উদ্যোগে সামিল হয়েছে অ্যাপোলো হাসপাতাল সহ আরও কয়েকটি সংস্থা। সল্টলেক সেক্টর ফাইভের গ্লোবসিন বিজনেস স্কুলে হবে দুঃস্থ ক্রীড়াবিদদের বিনামূল্যে ভ্যাকসিন কর্মসূচি। আগামি শুক্রবার দুঃস্থ ক্রীড়াবিদদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে দুপুর দেড়টা থেকে। ক্রীড়াবিদদের দেওয়া হবে কোভিশিল্ড। জানিয়েছেন উদ্যোক্তারা।

তারকা ক্রিকেটার থেকে নামী ফুটবলার- প্রত্যেকেই করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন। কেউ দিচ্ছেন অক্সিজেন কনসেনট্রেটর, কেউ বা চালু করেছেন সেফ হোম। আর এবার বাংলার দুই তারকা তীরন্দাজ রাহুল ও দোলা বন্দ্যোপাধ্যায়ের এই ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ।  বঙ্গ ক্রীড়ার সেলিব্রিটি ভাই বোনের এই উদ্যোগকে শুভেচ্ছা জানাচ্ছে ক্রীড়ামহল।

vaccine camp by archer rahul banerjee

রাহুল-দোলার উদ্যোগ