গাড়ি চাই না, আমাকে খেলতে দিন

আনন্দ কাকুর কাছে উপহার নয় সাহায্য চায় চাঁদনি।

গাড়ি চাই না, আমাকে খেলতে দিন
(সৌজন্যে-চাঁদনি শ্রীনিবাসন টুইটার)
Follow Us:
| Updated on: Jan 24, 2021 | 6:59 PM

হায়দরাবাদ: তরুণ ক্রিকেটারদের ভালো খেলার পুরস্কার নতুন মডেলের গাড়ি। তাঁর গাড়ি চাই না। শুধু খেলতে দিন, বলা ভালো খেলতে সাহায্য করুন। মাহিন্দ্রা কর্ণধার আনন্দ মাহিন্দ্রাকে ট্যাগ করে এমনই আবেদন এক ক্ষুদে টেনিস খেলোয়াড়ের। নাম চাঁদনি শ্রীনিবাসন। অনুর্ধ্ব ১৪ বিভাগে ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড় সে। দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে সেও এগিয়ে চলেছে। কিন্তু বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক টানাটানি। তাই আনন্দ কাকুর কাছে উপহার নয় সাহায্য চায় চাঁদনি।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জিতেছে ভারত। শুভেচ্ছার জোয়ার ভাসছেন ক্রিকেটাররা। সংবর্ধনা যেমন আছে তেমনই আছে পুরস্কার। ভারতের গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রার কর্ণধার, ভারতের ছয় তরুণ ক্রিকেটারকে নতুন মডেলের গাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন। শনিবার আনন্দ মহিন্দ্রার টুইটের পর রবিবার টুইট চাঁদনির।

আরও পড়ুন: আইস গলফে মজেছেন পিটারসন

ভারতে অনেক খেলোয়াড় মনে করেন ক্রিকেটের জন্য তাঁদের খেলা বঞ্চিত। চাঁদনি তেমন কিছু মনে করেন না। অন্য কেউ কিছু পেলে তাঁর খারাপ লাগার কথা নয়। শুধু চান তিনিও যেন নটরাজন, গিলদের মত দেশের নাম উজ্জ্বল করার সুযোগ পান। চাঁদনির টুইট দেখে মহিন্দ্রা কর্ণধার কোনও উত্তর দেন কিনা সেটাই দেখার।