T20 World Cup 2022: খারাপ সময়ে একে অপরের পাশে দাঁড়াই: অর্শদীপ

৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন অর্শদীপ। সাফল্যের রসায়ন ঠিক কী?

T20 World Cup 2022: খারাপ সময়ে একে অপরের পাশে দাঁড়াই: অর্শদীপ
T20 World Cup 2022: খারাপ সময়ে একে অপরের পাশে দাঁড়াই: অর্শদীপImage Credit source: BCCI Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 4:55 PM

মেলবোর্ন: এক মাস আগের ঘটনা। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফস্কান অর্শদীপ সিং (Arshdeep Singh)। এরপরই সমালোচনায় জর্জরিত হন তিনি। দেশদ্রোহীর তকমাও লাগিয়ে দেন কেউ কেউ। অর্শদীপের উইকিপিডিয়া পেজও হ্যাক করা হয়। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ভারতের তরুণ বাঁ-হাতি পেসার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) দলেও অর্শদীপকে রাখা নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি। তবে সেই সমস্ত সমালোচনায় আচ্ছন্ন থাকেননি অর্শদীপ। ফিরে আসার প্রবল চেষ্টা চালান। আর তাতেই শাপমুক্তি। বিশ্বকাপের মঞ্চে দুরন্ত বোলিং ভারতের তরুণ বাঁ-হাতি পেসারের। ভারত-পাক ম্যাচের পর কী বললেন অর্শদীপ, তুলে ধরল TV9Bangla

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিন উইকেট নেন অর্শদীপ সিং। পাক অধিনায়ক বাবর আজমকে শুরুতেই প্যাভিলিয়নে পাঠান। এরপর মহম্মদ রিজওয়ানকেও আউট করেন অর্শদীপ। আসিফ আলির উইকেটও নেন তিনি। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন অর্শদীপ। সাফল্যের রসায়ন ঠিক কী?

ম্যাচের পর অর্শদীপ বলেন, ‘দলের পরিবেশ বেশ ভালো। এখানে বাইরের কোনও হাওয়া প্রবেশ করে না। আমরা একে অপরের সহযোগিতা উপভোগ করি। খারাপ সময়ে একে অন্যকে সাহায্য করি। পাশে দাঁড়াই। এটা সত্যিই কাজে দেয়।’

চাপের চ্যালেঞ্জকে হারিয়ে দুরন্ত পারফরমেন্স অর্শদীপের। সে প্রসঙ্গে বাঁ-হাতি পেসার বলেন, ‘আমরা ক্রিকেট উপভোগ করি। দলের ভেতরের পরিবেশ খুব ভালো। ম্যাচ খেলতে আমরা ভালোবাসি। যখন খেলাধূলাকে উপভোগ করা যায়, তখন কোনও চ্যালেঞ্জই আর বাধা থাকে না। আমি আমার খেলাকে সব সময় উপভোগ করি। সুযোগ পেলেই তাকে কাজে লাগানোর চেষ্টা করি।’

মানসিক দিক দিয়ে কীভাবে নিজেকে প্রস্তুত রেখেছিলেন অর্শদীপ? সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অতিরিক্ত কিছু মাথায় আনি না। আমি সাধারণ থাকার চেষ্টা করি। অতিরিক্ত কিছু ভাবিই না। দুটো দলই ভালো খেলেছে। তরুণ ক্রিকেটার হিসেবে এই ম্যাচটা খুব উপভোগ করেছি। এত বড় মাঠে রান করা খুব কঠিন। শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত থাকতে হয় এ ধরণের ম্যাচে। আর তাতেই নিজের সেরাটা বার করা যায়।’