T20 World Cup 2022: চোয়ালচাপা লড়াইয়ে পাকিস্তানকে হারাল জিম্বাবোয়ে

Pakistan vs Zimbabwe: রোমাঞ্চ জিইয়ে থাকে শেষ অবধি। ২ বলে ৩ রান প্রয়োজন ছিল। নওয়াজকে (১৮ বলে ২২) ফেরান ব্র্যাড এভান্স। শেষ বলে ৩ রানের লক্ষ্য। ১ রানের রুদ্ধশ্বাস জয় জিম্বাবোয়ের।

T20 World Cup 2022: চোয়ালচাপা লড়াইয়ে পাকিস্তানকে হারাল জিম্বাবোয়ে
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2022 | 8:22 PM

পারথ : টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভে পাকিস্তান বনাম জিম্বাবোয়ে (Pakistan vs Zimbabwe)। কাগজে কলমে অসম লড়াই। যদিও জমে উঠল। কোনও অঘটন নয়, চোয়ালচাপা লড়াইয়ে জিতল জিম্বাবোয়ে। হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল পাকিস্তান। জিম্বাবোয়ের প্রথম ম্যাচটি সম্পূর্ণ হয়নি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়। মানসিকভাবে খুব ভাল জায়গায় ছিল না পাকিস্তান (Pakistan)। টানা দুই হারে বিপাকে পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। ব্যাটিং ভাল হলেও তাদের বোলিংকে প্রশ্নের মুখে ফেলেছিলেন ভারতীয় ব্যাটাররা। বিশেষত বিরাট কোহলি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাটসম্যান আসিফ আলির পরিবর্তে পেসার মহম্মদ ওয়াসিম জুনিয়রকে একাদশে নেয় পাকিস্তান। জিম্বাবোয়েও একাদশে একটি পরিবর্তন করে। তেন্ডাই চাতারার পরিবর্তে ব্র্যাডলি এভান্সকে নেয় তারা। শেষ ওভারে এভান্সই জয়ের কান্ডারি হয়ে উঠলেন। রুদ্ধশ্বাস ম্যাচের মুহূর্ত তুলে ধরল TV9Bangla

প্রথমে ব্যাট করে বোর্ডে অবশ্য বড় রান তুলতে ব্যর্থ জিম্বাবোয়ে। পাক পেসারদের বিরুদ্ধে নিয়মিত উইকেট হারায় তারা। পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানও অনবদ্য বোলিং করেন। নির্ধারিত ২০ ওভারে জিম্বাবোয়ে ৮ উইকেটে ১৩০ রান করে। সুযোগ কাজে লাগান পেসার মহম্মদ ওয়াসিম জুনিয়র। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন। শাদাব খান ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। শাদাবের বোলিংয়ে স্লিপে অনবদ্য ক্যাচ নেন বাবর। ফেরান রেগিস চাকাভাকে। জিম্বাবোয়ে ইনিংসে কিছুটা ভরসা দেন শন উইলিয়াম। ২৮ বলে ৩১ রান করেন তিনি। শেষ দিকে ১৫ বলে ১৯ রান করেন ব্র্যাড এভান্স।

পারথের পিচে অনবদ্য জিম্বাবোয়ে বোলিংও। বোর্ডে আর একটু বেশি রান থাকলে আরও চাপ বাড়ত। মাত্র ১৩০ রানের পুঁজি নিয়ে জয়। ধারাবাহিকতার সুফল পেল জিম্বাবোয়ে। চতুর্থ ওভারেই ব্র্যাডলি এভান্সের বলে পয়েন্টে রায়ান বার্লের ক্যাচে ফেরেন বাবর আজম (৪)। কিছুক্ষণের মধ্যেই মহম্মদ রিজওয়ান প্লেড অন। ব্লেসিং মুজুরবানির ভেতরে ঢোকা বলে রিজওয়ান আউট হতেই বেশ চাপে পাক শিবির। দলীয় ৩৬ রানে লেগ সাইডে কট বিহাইন্ড ইফতিকার। ইনিংসের মাঝপথে ৫৪-৩ স্কোর ছিল পাকিস্তানের। ১৪ তম ওভারে পরপর দু-বলে শাদাব খান এবং হায়দার আলিকে ফিরিয়ে বিশাল ধাক্কা দেন সিকান্দার রাজা। পাকিস্তানের স্কোর দাঁড়া ৮৮-৫। কিছুক্ষণের মধ্যেই বিপদ বাড়ে শান মাসুদের উইকেটে। ১৬তম ওভারে সিকান্দার বোলিংয়ে অনবদ্য স্টাম্পিংয়ে শানকে ফেরান রেগিজ চাকাভা। শেষ ২ ওভারে পাকিস্তানের লক্ষ্য় দাঁড়ায় ২২ রান। রোমাঞ্চ জিইয়ে থাকে শেষ অবধি। ২ বলে ৩ রান প্রয়োজন ছিল। নওয়াজকে (১৮ বলে ২২) ফেরান ব্র্যাড এভান্স। শেষ বলে ৩ রানের লক্ষ্য। ১ রানের রুদ্ধশ্বাস জয় জিম্বাবোয়ের।