পাল্লেকেলে: শনি-বিকেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। এশিয়া কাপে (Asia Cup 2023) আগামিকাল ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচ। এই দুই দলের লড়াই নিয়ে চর্চার শেষ নেই। এশিয়া কাপ যাত্রা শুরুর আগে ফুরফুরে মেজাজে দেখা গেল ভারতের ক্রিকেটারদের। ক্যান্ডিতে হাসি-ঠাট্টায় হল ভারতের ফটোসেশন। খুনসুটি করতে দেখা গেল ঈশান কিষাণ-শুভমন গিলদের। বিসিসিআই টিভি সেই ভিডিয়ো শেয়ার করেছে। যার শেষে রয়েছে এক চমকও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে ফটোসেশনে মেন ইন ব্লু
এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার ফটোসেশনের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে তরুণ ক্রিকেটার শুভমন গিল-ঈশান কিষাণদেরও দেখা গিয়েছে। টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ ফটোসেশনের ফাঁকে বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছি। আমাদের মজার হেড শট সেশন চলছে।’ এরপর সিরাজ বলেন, ‘আমি খুশি হয়েছি অবশেষে আজ মহম্মদ সামি ভাই টুপি খুলেছেন।’ আসলে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় আসার আগে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন মহম্মদ সামি। মহম্মদ সিরাজের কথা শুনে আন্দাজ করা যায়, চুল প্রতিস্থাপন করার জন্যই সম্ভবত টুপি পরে থাকছিলেন মহম্মদ সামি।
ফটোসেশনে এক এক করে পোজ দিতে দেখা যায় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, প্রসিধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেলদের। বুমরা-সামি-ঈশানকেও দেখা যায় ফটোসেশনে অংশ নিতে। এরপরই দেখা যায় শুভমন গিল খানিক গম্ভীর হয়ে পোজ দিচ্ছেন। সুযোগ বুঝে গিলের সঙ্গে খুনসুটি করা শুরু করেন ঈশান। তাঁকে বলতে শোনা যায়, ‘একটু তো হাসো। এত রাগ কীসের? লজ্জা না পেয়ে ভালো করে হাসো।’ ঈশানের কথা শুনে আর সিরিয়াস থাকতে পারেননি গিল। হেসে ফেলেন তিনি।
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োর শেষের দিকে দেখা যায় এক মজার জিনিস। ঈশান, শুভমন, হার্দিক, সূর্যকুমাররা এক মজার গেম খেলেন। গেমের নিয়ম ছিল, বল সোজা মারতে হবে সামনে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের দিকে। সেই ক্রিকেটারের পায়ের ফাঁক দিয়ে বল গেলে সবুজ বাতি জ্বলবে। আর অন্য দিকে বল চলে গেলে লাল বাতি জ্বলবে। প্রথমেই শট নেন ঈশান। সামনে ছিলেন সূর্য। তাঁর পায়ের পাশ দিয়ে বল চলে যায়। এরপর শট নেন গিল। তিনিও সফল হননি। এরপর রোহিতের ডেপুটি হার্দিক শট নেন। তিনিও সফল হননি। এই তিন ক্রিকেটারের শট নেওয়ার সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলে ওঠে। শেষে শট নেন সূর্যকুমার যাদব। যা সোজাসুজি শুভমন গিলের দুই পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে যায়। আর জ্বলে ওঠে সবুজ বাতি।