Asia Cup 2022: বিরাট জয়ে সুপার ফোরে ভারত, সূর্য-কোহলির ব্যাটিং তাণ্ডব

Asia Cup 2022: ম্যাচে বাড়তি আকর্ষণ তৈরি হল বিরাটের সৌজন্যে। অর্ধশতরানের ইনিংস খেলেছেন। এদিন ১ ওভার বোলিংও করলেন। দিলেন মাত্র ৬ রান।

Asia Cup 2022: বিরাট জয়ে সুপার ফোরে ভারত, সূর্য-কোহলির ব্যাটিং তাণ্ডব
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 11:08 PM

ভারত ১৯২-২ (২০ ওভার)

হংকং ১৫২-৫ (২০ ওভার)

দুবাই : আন্তর্জাতিক টি ২০ তে ১৯৪ দিন পর অর্ধশতরান বিরাট কোহলির। সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব। বিরাট-সূর্যর ৪২ বলে ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি। বোলিংয়ে আবেশ খানের হতাশাজনক পারফরম্যান্স। তাতেও জিততে সমস্যা হয়নি ভারতের। হংকংকে ৪০ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরে পৌঁছে গেল ভারত। জয়ের মধ্যে বড় স্বস্তি বিরাট কোহলির ইনিংস। সূর্য কুমার একদিকে বিধ্বংসী ব্যাটিং করেন। ইনিংস অ্যাঙ্কর করেন বিরাট। শেষ অবধি ৫৯ রানে অপরাজিত। পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস ফিরে পাবেন বিরাট কোহলি। ভারতের নজরে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। শুধু তাঁর জন্যই নয়, ভারতীয় দলের জন্যও খুব জরুরি।

হংকংয়ের বিরুদ্ধে একাদশে একটি মাত্র পরিবর্তন করল ভারত। পাকিস্তান ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়। পরিবর্তে একাদশে ঋষভ পন্থ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হংকং অধিনায়ক নিজাকত খান। হংকং দলে এক্সপ্রেস গতির কোনও পেসার নেই। টস জিতে ফিল্ডিং নিলেও সে কারণেই চাপে ফেলতে পারেনি ভারতকে। সাফল্য এসেছে পাওয়াল প্লে-তেই। স্লো ডেলিভারির কারণেই টাইমিং ঠিক হয়নি রোহিতের। শুরু থেকে অনবদ্য খেলছিলেন। ইনিংসের তৃতীয় ওভারে ২২ রান তোলে রোহিত-রাহুল জুটি। এই জুটি অবশ্য় দীর্ঘস্থায়ী হল না। প্রথম স্পেলে মাত্র ২ ওভার বোলিং করে ৭ রান দিয়ে রোহিত শর্মার উইকেট নেন আয়ুষ শুক্লা। পাওয়ার প্লে-তে মাত্র ৪৪ রান করে ভারত। গত কয়েক মাস থেকেই ভারতীয় শিবিরের তরফে আগ্রাসী ক্রিকেটের বার্তা দেওয়া হচ্ছিল। পাওয়ার প্লে-তে সেটাই খুঁজে পাওয়া গেল না। রোহিতের উইকেট হারালেও চাপে পড়েনি ভারত। লোকেশ রাহুল-বিরাট কোহলি জুটি প্রাথমিক ধাক্কা সামলে মজবুত ভিত গড়ে। রাহুলের আউটে জুটি ভাঙে। ৪৯ বলে ৫৬ রান যোগ করে রাহুল-বিরাট জুটি। ভারতকে বিশাল রানে পৌঁছে দিতে বড় ভূমিকা নিলেন সূর্যকুমার যাদব। মাত্র ২৬ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস সূর্যর। আধডজন করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরেছেন।

লক্ষ্য বিশাল। হংকং লড়াই ছাড়েনি। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করার বাড়তি তাগিদ থাকে। যোগ্যতা অর্জন পর্বে অনবদ্য খেলেছিলেন বাবর হায়াত। ভারতের বিরুদ্ধেও অনবদ্য ব্যাটিং করলেন। ৩৫ বলে ৪১ রান করেন বাবর। ব্যাট হাতে নজর কাড়লেন কিঞ্চিৎ শাহও। ২৮ বলে ৩০ রান করেন তিনি। এই রান গুলি হারের ব্যবধান কমাতে সাহায্য করেছে হংকংয়ের। ম্যাচে বাড়তি আকর্ষণ তৈরি হল বিরাটের সৌজন্যে। অর্ধশতরানের ইনিংস খেলেছেন। এদিন ১ ওভার বোলিংও করলেন। দিলেন মাত্র ৬ রান। ভারতীয় বোলিং লাইন আপে হতাশ করলেন আবেশ খান। ১ উইকেট নিলেও ৪ ওভারে ৫৩ রান দেন আবেশ। রবীন্দ্র জাডেজা ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ১ উইকেট নেন। একটি রান আউটও করেছেন।

সংক্ষিপ্ত স্কোর : ভারত ১৯২ (সূর্যকুমার যাদব অপরাজিত ৬৮, বিরাট কোহলি অপরাজিত ৫৯, আয়ুষ শুক্লা ১-২৯) হংকং ১৫২ (বাবর হায়াত ৪১, কিঞ্চিৎ শাহ ৩১ , রবীন্দ্র জাডেজা ১-১৫)