Pakistan vs England: বাবর-রিজওয়ানের বিশ্বরেকর্ড জুটিতে জিতল পাকিস্তান

Babar Azam: এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৭ রানের জুটি গড়েছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। রান তাড়ায় নেমে পুরুষদের টি ২০তে সেটিই ছিল সর্বাধিক ওপেনিং পার্টনারশিপ।

Pakistan vs England: বাবর-রিজওয়ানের বিশ্বরেকর্ড জুটিতে জিতল পাকিস্তান
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2022 | 8:00 AM

করাচি : ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে টি ২০ সিরিজ শুরু করেছিল পাকিস্তান (Pakistan vs England)। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল তারা। বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে জয়। নিজেদের গড়া রেকর্ডই ভাঙল বাবর আজম-মহম্মদ রিজওয়ান জুটি। অপরাজিত ২০৩ রানের জুটিতে ১০ উইকেটে জিতল পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০ রান তাড়া করতে নেমে ১০ উইকেটে জয়, তাও আবার ৩ বল বাকি থাকতেই। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক কেরিয়ারে দ্বিতীয় শতরান করলেন বাবর আজম (Babar Azam)। মাত্র ৬২ বলে শতরান পূর্ণ করেন পাকিস্তান অধিনায়ক।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক মইন আলি। গত ম্যাচের নায়ক অ্যালেক্স হেলসকে ফিরিয়ে প্রথম ধাক্কা শাহনওয়াজ দাহানির। পরের বলেই ডেভিড মালানকে ফেরান। জোড়া ধাক্কা সামলে ওঠার আগে ফেরেন ফিল সল্টও (৩০)। বেন ডাকেটের ২২ বলে ৪৩ রানের ইনিংস কিছুটা ভরসা দেয় ইংল্যান্ডকে। শেষদিকে হ্যারি ব্রুককে নিয়ে অনবদ্য জুটি মইন আলির। অপরাজিত অর্ধশতরান ইংল্যান্ড অধিনায়কের। হ্যারি ব্রুক ১৯ বলে ৩১ রানে ফেরেন। মইন ২৩ বলে ৫৫ রানে অপরাজিত। পাকিস্তান বোলারদের মধ্যে সফল হ্যারিস রউফ। ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। ২০ ওভারে ১৯৯-৫ করে ইংল্যান্ড।

এশিয়া কাপ থেকে ছন্দে ছিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপে সুপার ফোর এবং ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল পাকিস্তান। বাবর আজম চূড়ান্ত হয়েছিলেন। প্রয়োজনের সময় দারুণ প্রত্যাবর্তন করলেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৭ রানের জুটি গড়েছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। রান তাড়ায় নেমে পুরুষদের টি ২০তে সেটিই ছিল সর্বাধিক ওপেনিং পার্টনারশিপ। নিজেদের রেকর্ড ছাপিয়ে ১১৭ বলে ২০৩ রানের ওপেনিং জুটি গড়ল বাবর-রিজওয়ান। বাবর ৬৬ বলে অপরাজিত ১১০ এবং মহম্মদ রিজওয়ান ৫১ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১৯৯-৫, ২০ ওভার (মইন আলি ৫৫*, বেন ডাকেট ৪৩, হ্যারিস রউফ ২-৩০)। পাকিস্তান ২০৩-০, ১৯.৩ ওভার (বাবর আজম ১১০*, মহম্মদ রিজওয়ান ৮৮*)। পাকিস্তান ১০ উইকেটে।