Kohli-Babar: কোহলির সঙ্গে একাসনে বাবর, পাকিস্তানকে জিতিয়ে ছুঁয়ে ফেললেন বিরাটকে

বৃহস্পতিবার করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে হারানো ফর্ম খুঁজে পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরের শতরানের চর্চা এখন সর্বত্র। পাকিস্তানকে জিতিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একাসনে বসলেন বাবর।

Kohli-Babar: কোহলির সঙ্গে একাসনে বাবর, পাকিস্তানকে জিতিয়ে ছুঁয়ে ফেললেন বিরাটকে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2022 | 4:26 PM

করাচি: বাবর আজমকে রোখে কার সাধ্যি! বৃহস্পতিবার করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত অপরাজিত ১১০ রান করে ফর্মে ফিরেছেন পাকিস্তানের অধিনায়ক। রেকর্ড গড়ে ১০ উইকেটে ম্যাচ জিতে বাবর (Babar Azam) এই ফর্ম্যাটের পাকিস্তানের সবচেয়ে সফল অধিনায়কে পরিণত হয়েছেন। তাঁর অপরাজিত ১১০ রানের ক্লাসিক ইনিংসে ৭ ম্যাচের সিরিজের ফলাফল ১-১। যাই হোক, করাচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে পাকিস্তানের (Pakistan Cricket Team) চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে (Sarfaraz Ahmed) ছাপিয়ে গিয়েছেন বাবর। অধিনায়ক হিসেবে সরফরাজের নেতৃত্বে ২৯টি ম্যাচ জিতেছে পাকিস্তান। বৃহস্পতিবারের ম্যাচটি বাবরের নেতৃত্বে পাকিস্তানের ৩০তম জয়। পাকিস্তানের বর্তমান অধিনায়ক এই নজির গড়েছেন ৪৯টি ম্যাচ খেলে। সরফরাজ ৩৭টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৯টি ম্যাচ জিতেছেন।

নেতৃত্বে পূর্বসূরী সরফরাজ আহমেদকে পিছনে ফেলার পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে ধরে ফেলেছেন বাবর। গতবছর টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে এই ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বিরাট। ৫০টি ম্যাচে বিরাটের অধীনে ৩০টি ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। বাবরের নেতৃত্বে টি-২০তে পাক টিমের জয়ের সংখ্যাও ৩০। কুড়ি বিশের ফরম্যাটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৭২টি ম্যাচ খেলে ৪১টিতে জয়। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ৪০টি ম্যাচে ৩১টিতে জয়।

২০১৯ সালে পাকিস্তানের টি-২০ ফরম্যাটের নেতৃত্ব যায় বাবরের কাঁধে। পাক দলের তারকা ব্যাটার নেতৃত্বভার সামনে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করে গিয়েছেন। বাবরের অধীনে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতকে হারানোর নজির গড়ে পাকিস্তান। গতবছর টি-২০ বিশ্বকাপের দুরন্ত ফর্মে থাকা পাকিস্তান সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। চলতি বছরে এশিয়া কাপে রানার্স টিম তাঁরাই।