BCCI AGM: দীপাবলির আগেই বোর্ডের বার্ষিক সভা

Sourav Ganguly: সূত্রের খবর, আইসিসির চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে বোর্ড সভাপতি হতে পারেন জয় শাহ। অরুণ জেটলির ছেলে রোহন জেটলিও আসতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডে। বাংলা ক্রিকেট সংস্থা থেকে দেখা যেতে পারে অভিষেক ডালমিয়াকে।

BCCI AGM: দীপাবলির আগেই বোর্ডের বার্ষিক সভা
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 4:52 PM

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) কি নির্বাচন হবে? সে প্রশ্নের উত্তর অবশ্য পরে মিলবে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক হয়ে গেল। দীপাবলির আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর বোর্ডের ৯১তম এজিএম অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বোর্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের রায়ের কারণে তা পিছিয়ে যায়। বোর্ডের সংবিধানে সংস্করণ আনতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহরা (Jay Shah)। রায় না বেরনো পর্যন্ত বার্ষিক সভা স্থগিত রেখেছিল বোর্ড।

সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি ফিরেছে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের। রাজ্য সংস্থা আর বোর্ডে ৬ বছরের জন্য আলাদা আলাদা ভাবে থাকতে পারবেন কর্তারা। তারপর বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে তাঁদের। এই রায় বেরনোর পর নিঃসন্দেহে স্বস্তি ফেরে সৌরভ, জয়দের। তবে নির্বাচন প্রক্রিয়াতে কোনও বাধা থাকবে না। তিন বছর অন্তর নির্বাচন প্রক্রিয়াও চলবে। ইতিমধ্যেই নির্বাচন প্রক্রিয়া শুরুর জন্য একে জ্যোতিকে নির্বাচনী অফিসার হিসেবে নিয়োগ করেছে বোর্ড। কয়েকদিনের মধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করবেন তিনি।

মুম্বইতেই হতে চলেছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবেন বোর্ড সচিব জয় শাহ। বার্ষিক সাধারণ সভার পরই হবে বোর্ডের নির্বাচন। সূত্রের খবর, আইসিসির চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে বোর্ড সভাপতি হতে পারেন জয় শাহ। অরুণ জেটলির ছেলে রোহন জেটলিও আসতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডে। বাংলা ক্রিকেট সংস্থা থেকে দেখা যেতে পারে অভিষেক ডালমিয়াকে। সিএবি-তে ইতিমধ্যেই মেয়াদ ফুরিয়ে গিয়েছে অভিষেকের। শোনা যাচ্ছে, বোর্ডের কোনও একটি বিশেষ পদে প্রবল ভাবে আসতে পারেন তিনি। আইসিসিতে বোর্ডের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন ব্রীজেশ প্যাটেল। কোষাধ্যক্ষ হওয়ার দৌড়ে নাম ভাসছে অনিরুদ্ধ চৌধুরীর। আইপিএল চেয়ারম্যান হিসেবে ফের নিজের জায়গা ফিরে পাওয়ার সম্ভাবনা রাজীব শুক্লার।