BCCI: বিদেশি লিগে দল কিনছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা, প্রমাদ গুণছে বিসিসিআই

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি আইপিএলের দলগুলির মালিকদের আগ্রহ বাড়ছে। এতে চিন্তায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

BCCI: বিদেশি লিগে দল কিনছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা, প্রমাদ গুণছে বিসিসিআই
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2022 | 8:33 PM

মুম্বই: আইপিএল নিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে বিসিসিআই? আইপিএলের অপার সাফল্যের পর ফ্র্যাঞ্চাইজির মালিকরা বিদেশি লিগেও দল কিনছেন। সংযুক্ত আরব আমিরশাহী ও দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলা টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ইতিমধ্যে দুটি লিগেই টিমের নাম ঘোষণা করা হয়েছে  রিলায়েন্স গ্রুপের তরফে। তালিকায় রয়েছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপারজায়ান্টস-সহ অন্যান্য দলগুলি। এতে প্রমাদ গুণছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বিশ্বের অন্যান্য দেশে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ (T20 League) খেলা হলেও, আইপিএল জনপ্রিয়তার নিরিখে বাকিদের দশ গোল দিতে পারে। তাই আইপিএল নামক ব্র্যান্ড নিয়ে অস্তিত্ব সংকটে ভোগার জায়গা নেই। আসলে বিসিসিআইয়ের চিন্তার জায়গাটা অন্য।

বিশ্বজুড়ে ক্রিকেটাররা আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন। কোটিপতি লিগ থেকে টাকার ঝুলি নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। অথচ ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার বিষয়ে বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা রয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা চাইলেও সংযুক্ত আরব আমিরশাহী বা দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে খেলতে পারবেন না। আইপিএলের মালিকরা বিদেশি লিগের দিকে ঝুঁকছেন। তাহলে কি ভবিষ্যতে ক্রিকেটাররাও সেদিকে ঝুঁকবেন? পরিস্থিতি যাই হোক, দেশের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার বিষয়ে অনুমতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

এই বিষয়ে বিসিসিআই-এর এক আধিকারিক বলেন, “বিসিসিআই ব্র্যান্ড আইপিএল তৈরি করেছে। পুরো ক্রীড়া বিশ্ব এতে মুগ্ধ। এই ব্র্যান্ডকে আমাদের রক্ষা করতে হবে। আইপিএল দলের মালিকরা বিদেশি লিগের প্রতি আগ্রহ প্রকাশ করায় আমরা ভীষণ চিন্তায়। ফ্র্যাঞ্চাইজির মালিকরা যেখানে খুশি ইনভেস্ট করতে পারেন। কিন্তু আইপিএলের নামক ব্র্যান্ডের ক্ষতি হোক এমন কোনও কাজ আমরা করতে চাই না।” চুক্তিবিহীন ভারতীয় খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়ার জন্য বোর্ডের কাছে অনুরোধের বন্যা বয়ে গিয়েছে। তাতে কর্ণপাত করতে নারাজ বোর্ড।

বিদেশি লিগে আইপিএলের কোন কোন ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে?

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ: রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের টিম রয়েছে।

আইএল টি-২০ লিগ: কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস।

সিএসএ টি-২০ লিগ: আইপিএলের ৬টি ফ্র্যাঞ্চাইজির মালিকরা দক্ষিণ আফ্রিকার লিগে দল কিনেছে।