ICC: প্রেসিডেন্ট সৌরভকে টপকে আইসিসির ক্রিকেট কমিটিতে সচিব জয় শাহ

প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে আইসিসির ক্রিকেট কমিটিতে ঢুকে পড়লেন বিসিসিআই সচিব জয় শাহ। এতেই কি লড়াই শেষ হয়ে গেল? না। অক্টোবরে আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচন হবে। তাতে আবার সৌরভ বনাম জয় দেখা যেতে পারে।

ICC: প্রেসিডেন্ট সৌরভকে টপকে আইসিসির ক্রিকেট কমিটিতে সচিব জয় শাহ
ICC: প্রেসিডেন্ট সৌরভকে টপকে আইসিসির ক্রিকেট কমিটিতে সচিব জয় শাহImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 3:55 PM

দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর (Jay Shah) কাছে হেরে গেলেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেনকে টপকে ক্রিকেট কমিটিতে ঢুকে পড়লেন জয়। দিন কয়েক আগেই প্রচারমাধ্যমে জোর জল্পনা ছিল, সৌরভ এবং জয় কার্যত মুখোমুখি যুদ্ধে নামতে চলেছেন, আইসিসির চেয়ারম্যান পদের লড়াইয়ে জেতার জন্য। মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ারম্যান গ্রেগ বার্কলে সরে যেতে পারেন, এমন খবর উড়ছিল। তিনি যদিও নিজের পদ থেকে সরছেন না। অক্টোবরে তাঁর মেয়াদ পূর্ণ হলে তবে নতুন চেয়ারম্যান ঠিক আইসিসির। সৌরভকে টপকে তার আগে জয় ঢুকে পড়লেন বিশ্ব নিয়ামক সংস্থার ক্রিকেট কমিটিতে। শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন মাহেলা জয়বর্ধনে আবার মনোনীত হলেন ওই কমিটিতে। নিউজিল্যান্ডের চিফ কোচ গ্যারি স্টিড, এলিট প্যানেলের আম্পায়ার জোয়েল উইলসন, এমসিসির প্রতিনিধি জেমি কক্সরা হলেন অন্যান্য সদস্য।

চেয়ারম্যান গ্রেগর বার্কলে তাঁর মেয়াদ পূর্ণ করতে পারবেন কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় ছিল। তিনি নিজেই আগ্রহী ছিলেন না। আইসিসি বোর্ড অবশ্য বার্কলেকে অক্টোরবর পর্যন্ত রাখার ব্যাপারে এক মত হয়েছে। এর ফলে, অক্টোবর পর্যন্ত সময় পেয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডে। আইসিসির নতুন চেয়ারম্যান কে হবেন, সে ব্যাপারে বিসিসিআই আসরে নেমেছে আগেই। আইসিসির এক কর্তা বলছেন, ‘বার্কলেকে নতুন করে চেয়ারম্যান পদে রাখা হবে কিনা, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। উনি দু’বছর মেয়াদ সম্পূর্ণ করবেন। নতুন চেয়ারম্যান যিনি মনোনীত হবেন, তিনি কাজ শুরু করবেন নভেম্বর থেকে।’

আইসিসির নতুন চেয়ারম্যান খোঁজার কাজ শুরুহ য়ে গিয়েছিল জুন মাস থেকেই। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে আইসিসির সদস্যদের মধ্যে কিছুটা দ্বিধা ছিল। সেপ্টেম্বরে বিসিসিআইয়ের এজিএম রয়েছে। তার মধ্যেই এ নিয়ে একটা সিদ্ধান্তে চলে আসতে চাইছে বোর্ড। সৌরভ নাকি জয়, কে কুলিং অফে যাবেন, তা ঠিক হয়ে যাবে তার আগেই। যিনি কুলিং অফে যাবেন, তিনিই আইসিসির চেয়ারম্যান পদে আসতে পারেন। শোনা যাচ্ছিল, জয়ই নাকি আইসিসির চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে নামতে পারেন। যাবতীয় জল্পনা আপাতত থমকে থাকছে।

আরও পড়ুন: IPL 2022 SRH vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ