Ranji Trophy: দুই বাঁহাতি খেলানোর খেসারত দিতে হচ্ছে, মানছেন কোচও

এমন কোনও স্পিনার নেই, যারা বিপক্ষকে ডমিনেট করতে পারে। যদি বিপক্ষ কোনও ভুল করে, তারই অপেক্ষা করতে হচ্ছে।

Ranji Trophy: দুই বাঁহাতি খেলানোর খেসারত দিতে হচ্ছে, মানছেন কোচও
বাংলার দুই শতরানকারী শাহবাজ ও মনোজ।Image Credit source: BCCI DOMESTIC TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2022 | 8:01 PM

বেঙ্গালুরু : দিনের শুরু হয়েছিল চাপে, শেষটাও তাই। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালের তৃতীয় দিনের শেষে ব্যাকফুটে বাংলা। প্রথম ইনিংসে ৩৪১ রানে অলআউট হয় মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। জবাবে মাত্র ৫৪ রানে ৪ উইকেট হারায় বাংলা (Bengal)। বিপর্যয় থেকে দলকে অনেকটা টেনে তোলেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি (Manoj Tiwary) এবং শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। দু-জনই শতরানের ইনিংস খেলেন। কোয়ার্টার ফাইনালেও শতরান করেছিলেন বাংলার অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি। সেমিফাইনালেও চাপের মুখে তাঁর ব্যাট কথা বললো। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম শতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক শতরান করলেন শাহবাজ আহমেদ। লোয়ার অর্ডার থেকেও সহযোগিতা মিলল না। যার জেরে ২৭৩ রানেই অলআউট বাংলা। প্রথম ইনিংসে তারা পিছিয়ে ছিল ৬৮ রানে। মধ্যপ্রদেশ ব্যাটাররা দ্বিতীয় ইনিংসেও অনবদ্য পারফর্ম করলেন। তৃতীয় দিনের শেষে তাদের স্কোর ১৬৩-২। সব মিলিয়ে লিড ২৩১ রানের। অর্ধশতরান করে দিনের শেষে ক্রিজে রয়েছেন রজত পাতিদার (৬৩)। যা বাংলার কাছে বড় চিন্তার।

তার চেয়েও বড় চিন্তার বাংলার বোলিং আক্রমণে বৈচিত্রের অভাব। মধ্যপ্রদেশ বোলিং লাইন আপে বাঁ হাতি স্পিনার কুমার কার্তিকেয়, অফস্পিনার সারাংশ জৈন রয়েছেন। প্রথম ইনিংসে এই জুটি নিয়েছে ৬ উইকেট। বাংলা দুই স্পিনার খেলাচ্ছে। দু জনই বাঁ হাতি স্পিনার। শাহবাজ প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে শতরানের ইনিংস। প্রদীপ্ত প্রামানিক ম্যাচে এখনও অবধি ২ উইকেট নিয়েছেন। দুই বাঁ হাতি স্পিনার খেলানোর খেসারত দিতে হচ্ছে, স্বীকার করে নিলেন প্রধান কোচ অরুণ লাল। টিভি নাইন বাংলাকে বললেন, ‘একটা অফস্পিনার থাকলে বৈচিত্র বাড়ত ঠিকই, কিন্তু উইকেট টেকিং বোলার চাই। সে কারণেই প্রদীপ্তকে খেলানো হয়েছে।‘ ওর পারফরম্যান্সে খুশি? এক মুহূর্ত না ভেবে তাঁর জবাব, ‘নাহ। ওর থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল’। এরপরই যোগ করলেন, ‘সব কিছুই ট্রাই করছি আমরা। পিচ একেবারে ফ্ল্যাট হয়ে গিয়েছে। আমাদের এমন কোনও স্পিনার নেই, যারা বিপক্ষকে ডমিনেট করতে পারে। যদি বিপক্ষ কোনও ভুল করে, তারই অপেক্ষা করতে হচ্ছে।‘

কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশ বনাম কর্ণাটক ম্যাচে প্রথম ইনিংসে ৯৮ রানের বড় লিড নিয়েও হারে কর্ণাটক। বাংলার কাছে এই পরিসংখ্যান কিছুটা ভরসার। কোচ বলছেন, ‘ম্যাচে এখনও দু দিন বাকি, অনেক কিছু হতে পারে। শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব। ৪০০ রান তাড়া করেও দ্বিতীয় ইনিংসে জিততে পারি।‘