Bhuvneshwar Kumar: RCB কিনতেই ‘হ্যাটট্রিক স্টার’ ভুবনেশ্বর কুমার, রিঙ্কুরা হারালেন ঈশানদের
Syed Mushtaq Ali Trophy: মুস্তাক আলিতে এখনও অবধি ৭ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন উত্তরপ্রদেশের ক্যাপ্টেন। তার মধ্যে ২টো ম্যাচে নিয়েছেন তিনটে করে উইকেট। ঈশান কিষাণদের বিরুদ্ধে ৪ ওভারে একটি মেডেন নিয়ে ৬ রান দিয়েছেন। সঙ্গে নিয়েছেন হ্যাটট্রিক।
![Bhuvneshwar Kumar: RCB কিনতেই 'হ্যাটট্রিক স্টার' ভুবনেশ্বর কুমার, রিঙ্কুরা হারালেন ঈশানদের Bhuvneshwar Kumar: RCB কিনতেই 'হ্যাটট্রিক স্টার' ভুবনেশ্বর কুমার, রিঙ্কুরা হারালেন ঈশানদের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Bhuvneshwar-Kumar-took-hattrick-against-Jharkhand-in-Syed-Mushtaq-Ali-Trophy-UP-beat-JHA.jpg?w=1280)
কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তিনি পারফর্ম করছেনও অধিনায়কের মতোই। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হ্যাটট্রিক নিয়ে শিরোনামে ভুবি। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, আইপিএলের মেগা নিলামে আরসিবি কিনতেই যেন ভাগ্য ফিরল ভুবনেশ্বরের (১০.৭৫ কোটিতে আরসিবি কিনেছে ভুবনেশ্বরকে)। সত্যিই কি তাই? মুস্তাক আলিতে এখনও অবধি ৭ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন উত্তরপ্রদেশের ক্যাপ্টেন। তার মধ্যে ২টো ম্যাচে নিয়েছেন তিনটে করে উইকেট। ঈশান কিষাণদের বিরুদ্ধে ৪ ওভারে একটি মেডেন নিয়ে ৬ রান দিয়েছেন। সঙ্গে নিয়েছেন হ্যাটট্রিক।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঝাড়খণ্ডের ক্যাপ্টেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তোলে উত্তরপ্রদেশ। প্রিয়ম গর্গ করেন ২৫ বলে ৩১ রান। নীতীশ রানা ব্যাট হাতে দাগ কাটতে পারেননি। ২২ বলে ১৬ করেন। পাঁচে নেমে রিঙ্কু সিং ২৮ বলে ৪৫ রান করেন। দলের হয়ে সর্বাধিক স্কোর নাইট তারকার। ঝাড়খণ্ডের হয়ে ৩টি উইকেট নেন বাল কৃষ্ণ। ২ উইকেট বিবেকানন্দ তিওয়ারির। ১টি করে উইকেট বিকাশ কুমার, বিকাশ সিং ও অনুকূল রায়ের।
১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঝাড়খণ্ড। ঈশান কিষাণ ১১ বলে ৮ রান করেন। আর এক ওপেনার উৎকর্ষ সিং ১ রানে আউট হন। পাঁচে নেমে লড়াই করেন অনুকূল। ৪৪ বলে ৯১ রানের ইনিংস খেলেন। কিন্তু তা ঝাড়খণ্ডকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। উত্তরপ্রদেশের ক্যাপ্টেন ভুবি ১৭তম ওভারের প্রথম তিন বলে তুলে নেন তিন উইকেট। তাঁর প্রথম শিকার রবিন মিঞ্জ (১১), দ্বিতীয় শিকার বাল কৃষ্ণ (০) এবং তৃতীয় শিকার বিবেকানন্দ তিওয়ারি (০)। ভুবি ছাড়া এই ম্যাচে নীতীশ রানা নেন ২টি উইকেট। ১৯.৫ ওভারে ১৫০ রানে অলআউট হয় ঝাড়খণ্ড। ফলে ফুল মার্কস নিয়ে মাঠ ছাড়েন রিঙ্কুরা।
![মৌনী অমবস্যায় বিরল 'ত্রিবেণী যোগ'এ এই ৪ রাশির ব্যক্তিদের ভাগ্য খুলবে মৌনী অমবস্যায় বিরল 'ত্রিবেণী যোগ'এ এই ৪ রাশির ব্যক্তিদের ভাগ্য খুলবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Which-Zodiac-sign-will-be-shine-on-Mauni-Amavasya-2025.jpg?w=670&ar=16:9)
![কেন ২০ জানুয়ারিতেই শপথ নেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট? কেন ২০ জানুয়ারিতেই শপথ নেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/American-President-.jpg?w=670&ar=16:9)
![রাতে কেন বাচ্চাদের জামা কাপড় বাইরে শুকোতে নেই? জানেন কী ক্ষতি হয়? রাতে কেন বাচ্চাদের জামা কাপড় বাইরে শুকোতে নেই? জানেন কী ক্ষতি হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Hanging-Cloths.jpg?w=670&ar=16:9)
![শরীরে ভিটামিনের হেরফেরে হয় খুশকি, শীঘ্রই হোন সাবধান শরীরে ভিটামিনের হেরফেরে হয় খুশকি, শীঘ্রই হোন সাবধান](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Which-Vitamin-helps-to-control-dandruff.jpg?w=670&ar=16:9)
![পকেটভর্তি টাকা চান? মৌনী অমাবস্যায় তুলসী গাছের সামনে করুন এই কাজ পকেটভর্তি টাকা চান? মৌনী অমাবস্যায় তুলসী গাছের সামনে করুন এই কাজ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Tulsi-Tree-3.jpg?w=670&ar=16:9)
![১০০০ টাকার মদ বিক্রি হলে সরকারের কত লাভ হয় জানেন? ১০০০ টাকার মদ বিক্রি হলে সরকারের কত লাভ হয় জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Alcohol-1.jpg?w=670&ar=16:9)