Jhulan Goswami: পঙ্কজ, সৌরভদের পাশে এ বার ইডেনে ঝুলনের নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্যোগ সিএবির

CAB: সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, 'ঝুলন আমাদের গর্ব। ওর নামে ইডেন গার্ডেন্সে স্ট্যান্ড করার ভাবনা আছে আমাদের। তার জন্য সেনার কাছ থেকে আমাদের অনুমতি নিতে হবে।'

Jhulan Goswami: পঙ্কজ, সৌরভদের পাশে এ বার ইডেনে ঝুলনের নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্যোগ সিএবির
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 6:02 PM

কলকাতা: সকাল থেকেই মন খারাপের রিংটোন বেজে চলেছে ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে। ভোররাতে টেনিস কেরিয়ারকে বিদায় জানিয়েছেন রজার ফেডেরার। বিদায়বেলায় চোখে জল ধরে রাখতে পারেননি সুইস সম্রাট। নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন কোটি কোটি ভক্তদের। কোর্টের চিরশত্রু রাফায়েল নাদালও কান্না আটকাতে পারেনি। আবেগের মাখামাখি হয়ে গেছে লেভার কাপ। সেই ইংল্যান্ডেই আবার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami) বাংলার গর্বের মুখ। লর্ডসে (Lord’s) ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন। আবেগতাড়িত হয়ে পড়লেন হরমনপ্রীত কৌর। ঝুলনের শেষ ম্যাচ ঘিরে অভিনব আয়োজন সিএবির (CAB)। শহরের এক মাল্টিপ্লেক্সে ঝুলনের শেষ ম্যাচের স্ক্রিনিংয়ের ব্যবস্থা। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক মহিলা ক্রিকেটারদের একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করল সিএবি। প্রিয় ঝুলুদির জন্য প্ল্যাকার্ড, ভুভুজেলা নিয়ে বড় পর্দায় খেলা দেখলেন মহিলা ক্রিকেটাররা। সিএবির কর্তারা ছাড়াও হাজির প্রাক্তন ক্রিকেটাররা।

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘ঝুলন আমাদের গর্ব। ওর নামে ইডেন গার্ডেন্সে স্ট্যান্ড করার ভাবনা আছে আমাদের। তার জন্য সেনার কাছ থেকে আমাদের অনুমতি নিতে হবে। শহরে ফিরলে ঝুলনকে সম্মানিত তো করবই। বার্ষিক অনুষ্ঠানেও আলাদা করে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।’ ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়, পঙ্কজ রায়ের নামে স্ট্যান্ড আছে। এ বার তাঁদের সঙ্গে দেখা যেতে পারে ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ড। একই সঙ্গে সিএবি সভাপতি বলেন, ‘ঝুলন সবার আছেই অনুপ্রেরণা। ইতিমধ্যেই ও আমাদের বাংলা মহিলা ক্রিকেট দলের মেন্টর। চাইব পুরোপুরি ভাবে সেই দায়িত্ব সামলাক। জাতীয় দল থেকে অবসর নিলেও, বাংলার হয়ে ও খেলা চালিয়ে যাক। মেয়েদের আইপিএলেও ঝুলনকে দেখতে চাই।’

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘মেয়েদের ক্রিকেটে ফাস্ট বোলিংয়ে বিপ্লব আনার অন্যতম কারিগর ঝুলন গোস্বামী। মেয়েদের ক্রিকেটের উন্নতিতে কি ভাবে ওকে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা আছে আমাদের।’