ICC ODI World Cup 2023: রাত পোহালেই ভারতের ম্য়াচ, কেমন আছেন শুভমন গিল?

Subhman Gill: বড় পরীক্ষার আগেই বিছানায় শুভমন। শুক্রবার সকালেই ডেঙ্গু রিপোর্চ পজেটিভ এসেছে। তবে এখনও তাঁর দিকেই তাকিয়ে দল। এখনও দল থেকে বাদ দেওয়া হয়নি তাঁকে। তবে ডেঙ্গুর থাবায় স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে শরীর। তাই এত দ্রুত মাথা তুলে দাঁড়াতে পারা টা কঠিন।

ICC ODI World Cup 2023: রাত পোহালেই ভারতের ম্য়াচ, কেমন আছেন শুভমন গিল?
শুভমন গিল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 8:53 PM

চেন্নাই: বিশ্বকাপ অভিযান শুরু করার আগেই দ্রাবিড়ের কপালে চিন্তার ভাঁজ। ডেঙ্গুতে কাবু দলের সুপারস্টার শুভমন গিল। রাত পোহালেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে ভারতকে। সাজানো ব্লু-প্রিন্ট কাজে দেবে বলে মনে হয় না, তা ভালোই বুঝছেন রোহিত শর্মারা। তবে এখনও দল থেকে বাদ যাননি তিনি। প্রতিপক্ষ অজিদের চাপে রাখার জন্যই কি শুভমনকে দলে রাখছেন রোহিত? এখন কেমন রয়েছেন গিল? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।

বড় পরীক্ষার আগেই বিছানায় শুভমন। শুক্রবার সকালেই ডেঙ্গু রিপোর্চ পজেটিভ এসেছে। তবে এখনও তাঁর দিকেই তাকিয়ে দল। এখনও দল থেকে বাদ দেওয়া হয়নি তাঁকে। তবে ডেঙ্গুর থাবায় স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে শরীর। তাই এত দ্রুত মাথা তুলে দাঁড়াতে পারা টা কঠিন। এ বিষয়ে দ্রাবিড় গতকাল বলেন,”কাল যে রকম ছিল তার থেকে আজ শুভমনের অবস্থা অনেকটাই ভাল। এটা একটা ইতিবাচক দিক আমাদের জন্য়। চিকিৎসকেরা প্রতিনিয়ত ওকে পরীক্ষা করে চলেছেন। তাই আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।” শুক্রবার দ্রাবিড় আরও বলেন,“এখনও ম্যাচের ৩৬ ঘণ্টা বাকি। এর মাঝের সময়টা ও কী রকম থাকে সেটা দেখতে চাই। চিকিৎসকেরা কী সিদ্ধান্ত নেন তার জন্যে অপেক্ষা করছি আমরা। তবে কালকের থেকে আজ শুভমনের অবস্থা অনেকটাই ভাল এটুকু বলতে পারি।” যদি গিল মাঠে নামতে না পারেন, তবে তাঁর পরিবর্ত হিসেবে ঈশান কিষাণ জুটি বাঁধবেন রোহিতের সঙ্গে।

কেমন আছেন শুভমন? শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রোহিত জানান, আগের থেকে ভালো রয়েছেন শুভমন। ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে ভারতের ওপেনিং ম্যাচে শুভমন থাকবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন হিটম্যান। শুধু তাই-ই নয়, বোলিং লাইন-আপের দিকেও নজর দিচ্ছে টিম ইন্ডিয়া। দলের তিন সেরা স্পিনারকে রেখেছেন দ্রাবিড়। তবে পিটিআই সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো দূর, পাকিস্তানের সঙ্গে বড় ম্যাচেও পাওয়া যাবে না তাঁকে। সবটাই অনুমান। কারণ এখনও পর্যন্ত দলের তরফে কিছু জানানো হয়নি।