চেন্নাইয়ের জয়ে প্লে-অফের দৌড়ে বিপাকে নাইটরা

রুতুরাজের দুর্দান্ত ইনিংস আর জাদেজার জাদুতে নাইটদের বিরুদ্ধে চেন্নাই ম্যাচ জিতে নিল। পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা কেকেআরের প্লে-অফের রাস্তা এখন বেশ কঠিন।

চেন্নাইয়ের জয়ে প্লে-অফের দৌড়ে বিপাকে নাইটরা
দুর্ধর্ষ রুতুরাজ গায়কোয়াড় (সৌজন্য়- টুইটার)
Follow Us:
| Updated on: Nov 21, 2020 | 12:22 PM

দুবাইতে নাইটদের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে জয় পেল ড্যাডিস আর্মি। এ দিনের ম্যাচে হেরে কলকাতা নাইট রাইডার্সের কাছে প্লে অফের লড়াইয়ের রাস্তা আরো কঠিন হয়ে গেল। রুতুরাজের  দুর্দান্ত ইনিংস আর জাদেজার  জাদুতে চেন্নাই সুপার কিংস  ম্যাচ জিতে নিল। এর পাশাপাশি কলকাতার হারের জন্য মুম্বইয়ের প্লে-অফের জায়গা একেবারে পাকা হয়ে গেল।

এদিন টসে জিতে মহেন্দ্র সিং ধোনি কেকেআরকে আগে ব্যাটিং করতে পাঠান। প্রথমে ব্য়াট করতে নেমে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে কলকাতা ১৭২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড়  এবং রবীন্দ্র জাদেজার  দুর্ধর্ষ ইনিংস চেন্নাইকে জয় এনে দেয়।

Ruturaj

দুর্ধর্ষ রুতুরাজ গায়কোয়াড় (সৌজন্য়- টুইটার)

কেকেআরের ব্যাটিং অর্ডারের পরিবর্তন এদিনও ছিল চোখে পড়ার মত। আন্দ্রে রাসেল খেলেননি এদিন। তা সত্ত্বেও নাইটরা শুরুটা বেশ ভালোই করেছিল। নীতিশ রানা ও শুভমন গিল ৫৩ রানের পার্টনারশিপ করেন। নীতিশ রানা  এদিন ৬১ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। শুভমন ১৭ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ১০ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। কিন্তু শেষরক্ষা হল না।

চেন্নাই রান তাড়া করতে গিয়ে প্রথমেই ১৪ রান করে আউট হয়ে যান ওয়াটসন। এ দিন আম্বাতি রায়ুডু ২০ বলে ৩৮ রান করেন। ধোনি ব্যাট হাতে এদিন জ্বলে উঠলেন না। মাত্র ১ রান বেরোলো ধোনির ব্যাট থেকে। ওপেন করতে নেমে রুতুরাজ এদিন দারুন ইনিংস খেলেন। ৫৩ বলে ঝোড়ো ৭২ রান রুতুরাজের। প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে যান রুতুরাজ গায়কোয়াড়। এদিন ম্য়াচের সেরা হন রুতুরাজ গায়কোয়াড়।

শেষ দুই ওভারে জাদেজার জাদুর দেখা মিলল। ১১ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন জাদেজা। আর তাতেই চেন্নাইয়ের জয় নিশ্চিত হয়।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে নাইটরা এখন আছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। কেকেআরের প্লে-অফের রাস্তা এখন বেশ কঠিন।