Australia Cricket: আইপিএলের প্রাক্তন বন্ধুকেই সহকারী বাছলেন অজি কোচ

এক সময় আইপিএলে কাজ করেছেন দু'জন। সেই পুরনো বন্ধুকেই সহকারী বাছলেন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। যাকে সহকারী নিলেন, তাঁর কোচিং অভিজ্ঞতা টিমের কাজে ভীষণ ভাবে লাগবে, নিশ্চিত অজি কোচ।

Australia Cricket: আইপিএলের প্রাক্তন বন্ধুকেই সহকারী বাছলেন অজি কোচ
Australia Cricket: আইপিএলের প্রাক্তন বন্ধুকেই সহকারী বাছলেন অজি কোচImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2022 | 4:07 PM

সিডনি: আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোরে এক সঙ্গে কাজ করেছেন দু’জন। সেই দু’জনই আবার জুটি বাঁধতে চলেছেন। তবে এ বার আর আইপিএলে নয়। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের সাফল্যের নীলনকশা তৈরি করবেন দু’জন মিলে। অস্ট্রেলিয়া (Australia Cricket) টিমের কোচ আগেই হয়েছিল অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald)। তাঁর সহকারী হলেন ড্যানিয়েল ভেট্টোরি (Daniel Vettori)। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সব ফর্ম্যাটেই তাঁর প্রচুর অভিজ্ঞতা। যে কারণে তাঁকেই সহকারী কোচ হিসেবে বেছে নেওয়া হল। ঘটনা হল, সপ্তাহ খানেক আগেই ভেট্টোরিরই প্রাক্তন সহকারী ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) ইংল্যান্ডের টেস্ট টিমের কোচ হয়েছেন। এ বার অস্ট্রেলিয়া টিমের সহকারী কোচ ভেট্টোরি। বলা যেতেই পারে, কেন উইলিয়ামসনরা যেমন সব ফর্ম্যাটেই টিমকে সাফল্য দিচ্ছেন, তাঁদের আগের প্রজন্মও তেমনই নিজেদের অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন অন্যান্য দেশের ক্রিকেট পরিবেশে।

নিউজিল্যান্ডের হয়ে ১১৩টা টেস্ট খেলেছেন প্রাক্তন বাঁ হাতি স্পিনার। সেই সঙ্গে খেলেছেন ২৯৫টা ওয়ান ডে ম্যাচ। তার পরই কোচিংয়ে চলে এসেছিলেন। আইপিএলেই কোচ হিসেবে দেখা গিয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ার কোচ হলেও হান্ড্রেডে বার্মিংহ্যাম ফোনিক্সের কোচের ভূমিকায় থাকার ছাড়পত্রও পেয়েছেন তিনি। ভেট্টোরি বলেছেন, ‘অস্ট্রেলিয়া টিম ভীষণ শক্তিশালী একটা টিম। ওদের সাফল্য পাওয়ার প্রভূত সম্ভাবনাও রয়েছে। আশা করা যায় আগামী দিনেও ওরা অনেক সাফল্য পাবে।’

মঙ্গলবার ভেট্টোরিকে সহকারী বেছে নেওয়ার পাশাপাশি কোচিং টিমে ভিক্টোরিয়ার দায়িত্বে থাকা আন্দ্রে বোরোভেচকেও নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া এ টিমের কোচিংয়ের দায়িত্বে থাকবেন তিনি। সেই সঙ্গে ব্যাটিং কোচ মিচেল ডি ভেনুটো, স্পিন কোচ শ্রী শ্রীরাম, পেস বোলিং কোচ ক্লিন্ট ম্যাকয় রয়েছে। ভেট্টোরিকে নিয়ে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমি এর আগে ড্যানিয়েলের সঙ্গে কাজ করেছি। ওর দায়বদ্ধতা, প্যাশন আরও বেশি করে জানার সুযোগ পাব এ বার। ওর অভিজ্ঞতা, ভারসাম্য সম্পর্কে আমরা সবাই জানি। ও যেমন দুরন্ত ফিট, তেমনই ওর ক্রিকেট জ্ঞান টিমকে গভীর ভাবে সাহায্য করবে।’