IPL 2021: চমক দেখাবে শুভমন-নীতীশ জুটি: হাসি

ইংল্যান্ড সফর থেকে সদ্য চোট সারিয়ে উঠেছেন শুভমন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final) পরই চোটের কবলে পড়েন নাইট ওপেনার। এখন অবশ্য পুরোপুরি চোটমুক্ত তিনি। আইপিএলে ৭ ম্যাচে এখনও পর্যন্ত ১৩২ রান করেছেন শুভমন। নীতীশ রানাও এ বারের আইপিএলে নাইটদের জার্সিতে নজর কেড়েছেন। ২০১ রান করেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান।

IPL 2021: চমক দেখাবে শুভমন-নীতীশ জুটি: হাসি
শুভমন গিল ও নীতীশ রানা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2021 | 5:22 PM

দুবাই: কালই আইপিএল (IPL) অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচেই কেকেআরের (KKR) প্রতিপক্ষ বিরাট কোহলির আরসিবি (Royal Challengers Bangalore)। পয়েন্ট টেবিলে ৭ নম্বরে আছেন মর্গ্যানরা। পরিস্থিতি যা, তাতে প্রত্যেকটা ম্যাচই কার্যত ডু অর ডাই কেকেআরের কাছে। নাইটদের মেন্টর ডেভিড হাসি (David Hussey) মনে করেন, আইপিএল চোদ্দর দ্বিতীয় পর্বে সমস্ত দলকে চমকে দিতে পারেন দুই নাইট তারকা। শুভমন গিল (Shubman Gill) আর নীতীশ রানা (Nitish Rana)।

ইংল্যান্ড সফর থেকে সদ্য চোট সারিয়ে উঠেছেন শুভমন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final) পরই চোটের কবলে পড়েন নাইট ওপেনার। এখন অবশ্য পুরোপুরি চোটমুক্ত তিনি। আইপিএলে ৭ ম্যাচে এখনও পর্যন্ত ১৩২ রান করেছেন শুভমন। নীতীশ রানাও এ বারের আইপিএলে নাইটদের জার্সিতে নজর কেড়েছেন। ২০১ রান করেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান। নাইটদের মেন্টর ডেভিড হাসি বলেন, ‘নীতীশ আর শুভমন দু’জনেই ভালো ক্রিকেটার। ওরা দলের জন্য সবসময় ভালো করার চেষ্টা করে। আন্তর্জাতিক ক্রিকেটে পরবর্তীকালে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবে ওরা। বিশ্বকে চমকে দিতে তৈরি শুভমন আর নীতীশ। শুধু একটা কিংবা দুটো সিরিজের জন্য নয়। হয়তো এক দশক ভারতীয় ক্রিকেটকে শাসন করবে এই দুই ক্রিকেটার।’

২০১৪ সালে টানা ৯ ম্যাচ জিতে আইপিএল খেতাব জেতার রেকর্ড রয়েছে নাইটদের। তাই ডু অর ডাই পরিস্থিতিতেও পিছুপা হঠতে নারাজ সাকিব, নারিনরা। প্রথম পর্বের ভুল শুধরে দ্বিতীয় পর্বে অল আউট ঝাঁপানোই লক্ষ্য নাইটদের। শুভমন, নীতীশ ছাড়াও রাহুল ত্রিপাঠী, প্রসিধ কৃষ্ণা, শিবম মাভি, কমলেশ নাগারকোটির মতো তরুণরাই কেকেআরের সম্পদ। প্যাট কামিন্স না থাকলেও তার অভাব ঢাকতে চান রাসেল, নারিনরা। সমস্ত হিসেব পাল্টে দিয়ে মরুশহরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়েই নজর মর্গ্যানদের।

আরও পড়ুন: IPL 2021: আইপিএলে কেমন থাকবে আবহাওয়া, কেমন হচ্ছে ২২ গজ