England vs South Africa: লর্ডসে ‘বাজবলে’ বাজ পড়ল

ব্রেন্ডন ম্যাকালাম (Brendon Mccullum) ইংল্যান্ড টেস্ট দলের কোচ। রুট নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব পেলেন বেন স্টোকস (Ben Stokes)। এরপরই শুরু হল ইংল্যান্ডের 'বাজবল' ক্রিকেট। টেস্ট ম্যাচেও টি২০-র মেজাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ জয়। এজবাস্টনে ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জয়। অবশেষে মুখ থুবরে পড়ল 'বাজবল' ক্রিকেট।

| Edited By: | Updated on: Aug 20, 2022 | 10:00 AM
ব্রেন্ডন ম্যাকালাম-বেন স্টোকস জুটির 'বাজবল' ক্রিকেটে জয়ের ধারা থামল। টানা চারটি টেস্টে রেকর্ড রান সহজেই তাড়া করে জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হার দিয়ে। (ছবি : পিটিআই)

ব্রেন্ডন ম্যাকালাম-বেন স্টোকস জুটির 'বাজবল' ক্রিকেটে জয়ের ধারা থামল। টানা চারটি টেস্টে রেকর্ড রান সহজেই তাড়া করে জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হার দিয়ে। (ছবি : পিটিআই)

1 / 5
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক (England vs South Africa) ডিন এলগার। কাগিসো রাবাডার ( Kagiso Rabada) ৫ উইকেট, অনরিখ নর্টজের ৩ উইকেটের সৌজন্যে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ মাত্র ১৬৫ রানে। (ছবি : পিটিআই)

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক (England vs South Africa) ডিন এলগার। কাগিসো রাবাডার ( Kagiso Rabada) ৫ উইকেট, অনরিখ নর্টজের ৩ উইকেটের সৌজন্যে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ মাত্র ১৬৫ রানে। (ছবি : পিটিআই)

2 / 5
সারেল এরির অর্ধশতরান (৭৩) এবং ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজদের সম্মিলিত অবদানে প্রথম ইনিংসে ৩২৬ রান করে দক্ষিণ আফ্রিকা। (ছবি : টুইটার)

সারেল এরির অর্ধশতরান (৭৩) এবং ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজদের সম্মিলিত অবদানে প্রথম ইনিংসে ৩২৬ রান করে দক্ষিণ আফ্রিকা। (ছবি : টুইটার)

3 / 5
দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৪৯ রানে অলআউট তারা। অনরিখ নর্টজের ৩ এবং রাবাডা ২ উইকেট নেন। (ছবি : টুইটার)

দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৪৯ রানে অলআউট তারা। অনরিখ নর্টজের ৩ এবং রাবাডা ২ উইকেট নেন। (ছবি : টুইটার)

4 / 5
স্টোকস-ম্যাকালাম জুটির প্রথম হার। তাও আবার ইনিংস এবং ১২ রানের ব্যবধানে। লর্ডসে কাজে লাগল না বাজবল থিয়োরি। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। (ছবি : টুইটার)

স্টোকস-ম্যাকালাম জুটির প্রথম হার। তাও আবার ইনিংস এবং ১২ রানের ব্যবধানে। লর্ডসে কাজে লাগল না বাজবল থিয়োরি। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: