India tour of England: কেকেআরের কোচ দিয়ে ভারত বধের ছক ইংল্যান্ডের

ছয় মেরে ম্যাচ শেষ করেন বেয়ারস্টো।

India tour of England: কেকেআরের কোচ দিয়ে ভারত বধের ছক ইংল্যান্ডের
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2022 | 8:19 PM

লিডস: গত আইপিএলে প্লে-অফেও উঠতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। কোচ ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। আইপিএল চলাকালীন তাঁর সঙ্গে কথাবার্তা চালায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আইপিএল শেষে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ম্যাকালাম। প্রথম সিরিজেই ৩-০ জয়। নিজের দেশের বিরুদ্ধেই। শুক্রবার থেকে ভারতের বিরুদ্ধে গত সিরিজের স্থগিত থাকা একমাত্র টেস্ট। তার আগে এই জয়ে বার্তা ইংল্যান্ডের। গত সিরিজে ইংল্যান্ডের কোচ ছিলেন না ম্যাকালাম। তেমনই অধিনায়ক ছিলেন না বেন স্টোকস। ২-১ এ পিছিয়ে রয়েছে ভারত। কেকেআরের প্রাক্তন কোচের মস্তিষ্ক এবং বেন স্টোকসের নেতৃত্বেই ভারত বধের ছক ইংল্যান্ডের। হেডিংলিতে ওভার প্রতি রান উঠলো ৫.৪৪। স্টোকসকে নামতেও হল না। নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ বেন স্টোকসের। তেমনই ইংল্যান্ড কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাকালামেরও অভিষেক। নিজের দেশের বিরুদ্ধেই ৩-০ জয় স্টোকস-ম্যাকালাম জুটির। প্রায় দেড়দিনে লক্ষ্য ছিল ২৯৬। চতুর্থ এবং পঞ্চম দিনের পিচে এই রান তোলা সহজ নয়। সাম্প্রতিক সময়ে টেস্টেও একদিনের মেজাজে খেলছে ইংল্যান্ড। জো রুট (Joe Root) অ্যাঙ্করের ভূমিকায়। উল্টোদিক থেকে দ্রুত রান তোলার দায়িত্ব নিচ্ছেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow), স্টোকসরা।

হেডিংলি টেস্টের পঞ্চম দিন বৃষ্টির ভ্রুকুটি ছিল। দেরীতে শুরু হওয়ায় জয়ের লক্ষ্যে পৌঁছতে খুব বেশি সময় নিল না ইংল্যান্ড। জো রুট-ওলি পোপের ১৩৪ রানের জুটি। চতুর্থ উইকেটে রুট-বেয়ারস্টো জুটি তোলে ৮৭ বলে ১১১ রান। ছয় মেরে ম্যাচ শেষ করেন বেয়ারস্টো। মাত্র ৪৪ বলে ৭১ রানে অপরাজিত। টানা দুটি শতরানের পর এদিন ঝোড়ো অর্ধশতরান বেয়ারস্টোর। মাত্র ২৯ বলে অর্ধশতরান করেন। সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থামেন পোপ। জো রুট অপরাজিত ৮৬ রানে।