Netherland vs England: বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বরেকর্ড, কত রান হল!

ইংল্যান্ড ইনিংসে সব মিলিয়ে ২৬টি ওভার বাউন্ডারি হয়েছে। এর মধ্যে ১৪টি ওভার বাউন্ডারি মেরেছেন জস বাটলার একাই।

Netherland vs England: বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বরেকর্ড, কত রান হল!
ইংল্যান্ডের তিন শতরানকারী।Image Credit source: ECB
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2022 | 8:15 PM

আমস্তিলভিন: এত্ত বড় স্কোর! অবিশ্বাস্য হলেও সত্যি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ODI) নিজেদের গড়া রেকর্ড ভাঙল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড (England)। ২০১৮ সালে ট্রেন্টব্রিজে টিম পেইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল তারা। এতদিন এটিই ছিল রেকর্ড। এদিন নেদারল্যান্ডসের (Netherlands) ঘরের মাঠে ৫০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৯৮ রান করলো ইংল্যান্ড। একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক স্কোরের নতুন বিশ্ব রেকর্ড গড়ল তারা। অথচ টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই জেসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। এরপরই বিস্ফোরণ। আরেক ওপেনার ফিল সল্ট মাত্র ৯৩ বলে ১২২ রান করেন। ১৪ টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। তিনে নামা ডেভিড মালান (Dawid Malan) ১০৯ বলে ১২৫ রান করেন।

BUTTLER

বিধ্বংসী ইনিংস খেলা বাটলার।

এবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক অরেঞ্জ ক্যাপ জয়ী জস বাটলার (Jos Buttler) ওডিআইতেও টি ২০’র মেজাজে ব্যাট করলেন। মাত্র ৭০ বলে ১৬২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন বাটলার। স্ট্রাইকরেট প্রায় ২৩২। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান প্রথম বলেই আউট হন। সেটাই আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করল নেদারল্যান্ডসের। লিয়াম লিভিংস্টোন ৩০০ স্ট্রাইকরেটে ব্যাট করলেন। মাত্র ২২ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন লিভিংস্টোন। আধডজন করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারেন তিনি। ইংল্যান্ড ইনিংসে সব মিলিয়ে ২৬টি ওভার বাউন্ডারি হয়েছে। এর মধ্যে ১৪টি ওভার বাউন্ডারি মেরেছেন জস বাটলার একাই।

নেদারল্যান্ডস ক্রিকেটারদের অনেকেই ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেন। ফলে ইংল্যান্ড ক্রিকেটারদের শক্তি দূর্বলতা অজানা নয়। ম্যাচে কোনও পরিকল্পনাই কাজে দিল না। সবচেয়ে করুণ অবস্থা নেদারল্যান্ডসের তরুণ লেগস্পিনার পিটার বয়েসভেইনের। তাঁর ১০ ওভারে ১০৮ তুললেন ইংল্যান্ড ব্যাটাররা।