Fact Check: গম্ভীরকে গভীর চুমু বিরাটের! সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এ ভিডিয়ো কি সত্যি?

Sep 26, 2024 | 8:11 PM

Kohli-Gambhir: গত এক দশক ধরে দিল্লির দুই ছেলের সম্পর্ক নিয়ে কোটি কোটি শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু ভারতীয় টিমের কোচ হওয়ার পর থেকে গম্ভীরের সঙ্গে বিরাটের অতীতের সম্পর্ক পালটে গিয়েছে। দু'জনই দাবি করেছেন, অতীত মনে রাখার আর দরকার নেই। বরং সামনে এগোনর সময় এসেছে।

Fact Check: গম্ভীরকে গভীর চুমু বিরাটের! সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এ ভিডিয়ো কি সত্যি?
গম্ভীরকে গভীর চুমু বিরাটের! সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এ ভিডিয়ো কি সত্যি?
Image Credit source: X

Follow Us

কলকাতা: ছিল রুমাল, হয়ে গেল বিড়াল! এআই-এর দুনিয়ায় রুমাল-বিড়াল মিলেমিশে একাকার হয়ে গেছে। কী ঘটেছে, তা নিয়ে খুব বেশি ভাবার জায়গা নেই। কারণ, গরমাগরম যা পরিবেশন করা হবে, চর্চা হবে তা নিয়েই। ঠিক যেমন বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রবল চর্চিত চুমু। গত এক দশক ধরে দিল্লির দুই ছেলের সম্পর্ক নিয়ে কোটি কোটি শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু ভারতীয় টিমের কোচ হওয়ার পর থেকে গম্ভীরের সঙ্গে বিরাটের অতীতের সম্পর্ক পালটে গিয়েছে। দু’জনই দাবি করেছেন, অতীত মনে রাখার আর দরকার নেই। বরং সামনে এগোনর সময় এসেছে। তাই বলে আপ্লুত বিরাট চুমু খেয়ে ফেললেন গম্ভীরকে, তা কতটা সত্যি? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে ক্রিকেট মহল।

কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগে সোশ্যাল মিডিয়ায় বিরাট ও গৌতমের এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, গৌতমের সামনে এগিয়ে এসে জাপটে ধরে তাঁকে চুমু খাচ্ছেন বিরাট। এই ভিডিয়োর সত্যতা কতখানি? তা নিয়ে প্রশ্ন উঠছে। আসলে এই ভিডিয়োটি এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো। ভারতের নেট সেশনের ফাঁকে গৌতম ও বিরাটের একটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা গিয়েছিল, বিরাটের ডানদিকের গালে হাত রেখেছিলেন। যা দেখলে মনে হতে পারে আঙুল দিয়ে ঠোঁট মুছিয়ে দিচ্ছিলেন।

এই খবরটিও পড়ুন

ওই ছবিটিকে প্রযুক্তির সাহায্যে কোনও ব্যক্তি এমন ভাবে কারিকুরি করেছেন, যাতে দেখে মনে হয় বিরাট ও গৌতম একে অপরকে গভীর ভাবে চুমু খাচ্ছেন। এমন কিছু আদতে তাঁরা করেননি। কারণ বিরাট ও গৌতম সামনাসামনি থাকাকালীন তাঁদের পুরো ছবিটিও নেটদুনিয়ায় ছড়িয়েছে। এই ভিডিয়ো থেকে আরও একবার পরিষ্কার, প্রযুক্তির একদিকে যেমন ভালো ব্যবহার করা যায়, তেমনই অপব্যবহারও করা যায়।

Next Article