5th Test: ইতিহাসের দোরগোড়ায় থাকা কোহলিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন যাঁরা

হুঙ্কার দিয়ে রেখেছেন স্টোকস। ইংল্যান্ডের নতুন অধিনায়কের 'জোশ' এখন হাই। টেস্টে অপ্রতিরোধ্য জো রুট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত দেখিয়েছে বেয়ারস্টোকে। শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ইংল্যান্ডের কোন কোন ক্রিকেটারদের থাকবে নজর দেখে নিন।

5th Test: ইতিহাসের দোরগোড়ায় থাকা কোহলিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন যাঁরা
নজরে থাকবেন যাঁরাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2022 | 11:16 AM

লন্ডন: সদ্য ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ফলের চেয়েও নজরকাড়ার মতো তাদের জয়ের ধরণ। তিন টেস্টেই চতুর্থ ইনিংসে ২৫০-র বেশি রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। টেস্টে ওডিআই, টি ২০ মেজাজে ব্যাট করেছে। প্রতিপক্ষ বদল হলেও খেলার ধরণ কিংবা মানসিকতা একই থাকবে। ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে হুঙ্কার দিয়ে রেখেছেন নতুন অধিনায়ক বেন স্টোকস। বিশ্ব চ্যাম্পিয়নদের দুরমুশ করার পর এবার স্টোকস বাহিনীর নজরে জসপ্রীত বুমরার ভারত। লোকেশ রাহুল নেই, অধিনায়ক তথা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা করোনার কারণে ছিটকে গিয়েছেন। অনেকের মতে, এতে স্টোকসদের বিরুদ্ধে কিছুটা হলেও পিছিয়ে রাখছে ভারতকে। নেতৃত্বে অনভিজ্ঞ জসপ্রীত বুমরার ভারতকে নাস্তানাবুদ করতে পারে কোন পাঁচ ইংরেজ, আসুন দেখে নিই।

বেন স্টোকস: চলতি বছরে আটটি টেস্ট ম্যাচে রান সংখ্যা ৫২৩। একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে বরাবরই গুরুত্বপূর্ণ নাম বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব বিপক্ষের বুক কাঁপিয়ে দিতে পারে। সেদিন সফল না হলেও ভারতীয়দের বিরুদ্ধে একই মনোভাব নিয়ে নামবেন বিগ বেন। সেক্ষেত্রে বাঁ হাতি ব্যাটারকে রুখতে ভারতীয় বোলিং ব্রিগেডের কালঘাম ছুটতে পারে। নেতা স্টোকস আগেই হুঙ্কার দিয়ে রেখেছেন।

জো রুট: ভারতীয় দলের মাথাব্যথার বড় কারণ। কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। সিরিজের প্রথম চারটি ম্যাচে এখনও রুটের সংগ্রহে ৫৬৪ রান। গড় ৯৪। এরপর অ্যাশেজ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মার্চ মাসে জোড়া সেঞ্চুরি। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো শতরান এবং ম্যাচ জেতানো ৮৬ রানের ইনিংসও রয়েছে। ক্যাপ্টেন্সির বোঝা মাথা থেকে ঝেড়ে ফেলে আরও ঝকঝকে দেখাচ্ছে তাঁকে। ভারতীয় বোলাররা রুটকে সামলাতে না পারলে সফরকারী দলের থেকে একাই ম্যাচ ছিনিয়ে নিতে সক্ষম তিনি।

জনি বেয়ারস্টো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মোট রান সংখ্যা ৩৯৪। স্ট্রাইক রেট ১২০.১২। রান তাড়া করতে নেমে কিউয়ি বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন। তিন তিনবার আড়াইশোর উপরে রান তাড়া করেছে ইংল্যান্ড। প্রতিটি ক্ষেত্রেই বেয়ারস্টোর অবদান অনস্বীকার্য।

জ্যাক লিচ: তালিকায় লিচ-কে রাখার কারণ তাঁর সাম্প্রতিক ফর্ম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ১০ উইকেটের সেলিব্রেশনে মেতেছিলেন। এমনিতে ইংরেজ স্পিনারদের বেশ ভালোভাবেই সামলান ভারতীয় ব্যাটাররা। তবে লিচকে তাচ্ছিল্য করলে ফল ভুগতে হতে পারে। গতবছর সিরিজের প্রথম চারটি টেস্টে লিচ না থাকলেও ১ জুলাই প্রথম একাদশে তাঁর অন্তর্ভুক্তির সম্ভাবনা প্রবল।

জেমস অ্যান্ডারসন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ছিলেন না। তবে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম একাদশে থাকছেন জেমস অ্যান্ডারসন। টেস্টে সর্বকালের সেরা উইকেট শিকারী চল্লিশ ছুঁইছুঁই অ্যান্ডারসন এই বয়সেও একাই বিপক্ষের ব্যাটিং অর্ডারে ধস নামাতে পারেন।