India vs West Indies: অনেকের মাঝে নজরে শুভমনের ফেরা

এই ফরম্যাটে অভিষেক হতে পারে ঋতুরাজ গায়কোয়াড়েরও।

India vs West Indies: অনেকের মাঝে নজরে শুভমনের ফেরা
অনুশীলনে কড়া নজর কোচ এবং অধিনায়কের। (ফাইল)Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2022 | 8:30 AM

পোর্ট অব স্পেন : টানা ক্রিকেট। সকলের পক্ষে খেলা সম্ভব নয়। নতুনদের জন্য দারুণ সুযোগ। আয়ারল্যান্ড সিরিজে নতুনদের কাছে সুযোগ ছিল। দীপক হুডা (Deepak Hooda) নজর কেড়েছেন। তেমনই ইংল্যান্ডে এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন অর্শদীপ সিং। ভালো পারফর্ম করেছেন। এই সিরিজে নজর থাকবে শুভমন গিলের (Shubman Gill) দিকে। দীর্ঘ সময় পর একদিনের দলে ফিরেছেন। ক্যারিবিয়ানে তিন ম্যাচের ওডিআই সিরিজ। এই ফরম্যাটে অভিষেক হতে পারে ঋতুরাজ গায়কোয়াড়েরও। আরও যাদের দিকে বিশেষ নজর থাকবে ভারতীয় শিবিরে…

শিখর ধাওয়ান : দ্বিতীয় বার নেতৃত্বের ভার। এর আগে শ্রীলঙ্কা সফরে নেতৃত্ব দিয়েছিলেন। জোড়া সিরিজ জয়। এবার শুধুমাত্র একদিনের সিরিজেই নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজে। টি ২০ কিংবা টেস্টে জাতীয় দলে সুযোগ পান না। রইল বাকি ওডিআই। ২০২৩-এ ভারতে ওডিআই বিশ্বকাপ। ধারাবাহিকতা দেখাতে না পারলে ওডিআইতে জায়গা ধরে রাখা কঠিন। ইংল্যান্ডে তিন ম্যাচের ওডিআই সিরিজে খুব ভালো পারফরম্য়ান্স হয়নি। এই সফর ধাওয়ানের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

শুভমন গিল : টেস্ট ক্রিকেটে জায়গা অনেকটাই মজবুত। সাদা বলের ক্রিকেটে ততটা নয়। এখনও অবধি মাত্র তিনটি ওডিআই খেলার সুযোগ পেয়েছেন। তাও শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তাদেরই দেশে। তুলনামূলক ভাবে ওয়েস্ট ইন্ডিজ দুর্বল প্রতিপক্ষ, এখানকার পরিবেশও অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো ততটা কঠিন নয়।

সূর্যকুমার যাদব : ভারতীয় ব্যাটিং লাইন আপে এই মুহূর্তে অন্যতম ভরসা। পূর্ণশক্তির দল থাকলেও মিডল অর্ডারে সূর্যর সুযোগ নিশ্চিত। সেই জায়গা আরও মজবুত করার সুযোগ এই সিরিজে।

যুজবেন্দ্র চাহাল : ওয়েস্ট ইন্ডিজে খেলা। পিচ পেস-বাউন্সিই শুধু হবে, এমনটা নাও হতে পারে। তাদের সাম্প্রতিক সিরিজ এমনই ইঙ্গিত দিয়েছে। ভেন্যু যদিও আলাদা। বাংলাদেশের বিরুদ্ধে মূলত স্পিনের বিরুদ্ধেই ভরাডুবি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এই সিরিজে হয়তো যুজবেন্দ্র চাহাল ওয়েস্ট ইন্ডিজের আতঙ্কের কারণ হয়ে উঠতে পারেন।

মহম্মদ সিরাজ : ইংল্যান্ডে শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন। অনবদ্য স্পেল মহম্মদ সিরাজের। ওয়েস্ট ইন্ডিজে বোলিং আক্রমণে অন্যতম সিনিয়র সদস্য সিরাজ। ম্যাঞ্চেস্টারের ফর্ম এখানেও ধরে রাখতে পারেন কী না, নজর সেদিকেই।