India vs West Indies: পাওয়ার হিটার, ক্লাস, প্রথম টি ২০ তে নজরে যারা

লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল সমস্যায় ফেলেছিলেন ওয়ান ডে সিরিজে। বাঁ হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব, আরও বেশি সমস্যায় ফেলতে পারেন।

India vs West Indies: পাওয়ার হিটার, ক্লাস, প্রথম টি ২০ তে নজরে যারা
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 9:30 AM

পোর্ট অব স্পেন : একদিনের সিরিজ শেষ। ভারত জিতেছে ৩-০। আজ শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (INDvWI) পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। ওয়ান ডে সিরিজে প্রথম দুই ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই দেখা গিয়েছে। শেষ একদিনের ম্যাচে এক তরফা জিতেছে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিয়েছে, সংক্ষিপ্ত ফরম্যাটেই তারা বেশি স্বচ্ছ্বন্দ। ফয়সালা যাই হোক, টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দাপট দেখা যাবে। ভারতীয় দল সদ্য আয়ারল্যান্ড, ইংল্যান্ডের মাটিতে টি ২০ জিতে এসেছে। রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাদের ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। তারা ফিরেছেন টি ২০ সিরিজে। হাই ভোল্টেজ সিরিজে নজরে যারা…

রোহিত শর্মা : কিছুদিনের বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ড সফরে ভালো ছন্দেই ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পিচ তাঁর ব্যাটিংয়ের জন্য আদর্শ। বিশেষত, বাউন্সের দিক থেকে। শর্টপিচ ডেলিভারিতে তাঁর পুল, হুক শট নিখুঁত। প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং অনেকটা নির্ভর করবে রোহিতের উপর।

হার্দিক পান্ডিয়া : চোট সারিয়ে আইপিএলে তাঁর প্রত্যাবর্তনের নমুনা দেখা গিয়েছে। জাতীয় দলে ফিরেও প্রায় প্রতি ম্যাচেই নজর কাড়ছেন। বোলিংয়ে যেন ভরসা দিচ্ছেন, তেমনই ব্যাটিংয়েও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন হার্দিক।

কুলদীপ যাদব : স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দুর্বলতা অজানা নয়। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল সমস্যায় ফেলেছিলেন ওয়ান ডে সিরিজে। বাঁ হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব, আরও বেশি সমস্যায় ফেলতে পারেন।

নিকোলাস পুরান : ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ওয়ান ডে সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন। টি ২০ তে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারেন। আইপিএলে অনবদ্য ছন্দে ছিলেন। ভারতীয় বোলারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা প্রচুর। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং তাঁর উপর অনেকটাই নির্ভরশীল হবে।

শিমরন হেটমায়ার : দীর্ঘসময় পর জাতীয় দলের হয়ে টি ২০ তে খেলবেন। শেষ বার টি ২০ বিশ্বকাপে খেলেছিলেন গত বছর। আইপিএলে ভালো পারফর্ম করেছেন। বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন। এই ম্যাচে ভারতের অন্যতম বাধা হতে পারেন হেটমায়ার।