Umran Malik: কাদের অনুসরণ করে এই সাফল্য উমরানের?

ভারতীয় পেসার জাতীয় দলে ডাক পাওয়ার পর বলছেন, 'আমি ওয়াকার ইউনিসের বোলিং কখনও ফলো করিনি। এটা আমার স্বাভাবিক বোলিং অ্যাকশন।'

Umran Malik: কাদের অনুসরণ করে এই সাফল্য উমরানের?
উমরান মালিক। ছবি: টুইটার Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2022 | 9:00 AM

নয়াদিল্লি: আইপিএলে (IPL) বল হাতে আগুন ছুটিয়েছেন। খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখে শোনা গিয়েছিল তাঁর নাম। সেই উমরান মালিক (Umran Malik) অবশেষে জাতীয় দলে ডাক পেয়েছেন। পারফরম্যান্সের মাধ্যমেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন জম্মুর ২২ বছরের পেসার। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে একের পর এক ম্যাচে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি বেগে বল করেছেন। যা দেখার পর হইচই পড়ে যায় ক্রিকেটমহলে। উমরানের এই ধারাবাহিকতার প্রশংসা করেন প্রাক্তন অজি পেসার ব্রেট লি-ও। আইপিএলে উমরানের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৫৬.৯ কিলোমিটার। এই আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন উমরান মালিক। ‘জম্মু এক্সপ্রেসের’ গতিতে মুগ্ধ হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ ডেল স্টেইনও। উমরানের বোলিং দেখার পর ব্রেট লি বলেছিলেন, ‘আমি ওয়াকার ইউনিসের ভক্ত। উমরানের বোলিংও ওয়াকারের মতো বিধ্বংসী।’

ভারতীয় পেসার জাতীয় দলে ডাক পাওয়ার পর বলছেন, ‘আমি ওয়াকার ইউনিসের বোলিং কখনও ফলো করিনি। এটা আমার স্বাভাবিক বোলিং অ্যাকশন। জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমাররা আমার আইডল। ওদের ফলো করেই এই সাফল্য। খেলার সময় ওদেরকেই অনুসরণ করতাম। দেশের হয়ে নিজের সেরাটা দিতে চাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পেয়েছি। আমার লক্ষ্যই হল, পাঁচটা ম্যাচেই নিজের হাতে দলকে জেতানো।’

একই সঙ্গে উমরান বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুব খুশি। আমার পরিবার, বন্ধু-বান্ধবরা আমাকে শুভেচ্ছা জানিয়েছে। এটা সত্যিই খুব ভালো লাগছে। আইপিএলের পর কিছুটা ব্যস্ত থাকলেও কখনও অনুশীলন মিস করিনি।’ বৃহস্পতিবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবেন রাহুল-বাভুমারা।

আরও পড়ুন: India vs South Africa: প্রোটিয়াবধের ছক কষতে কোমর বেঁধে নেমে পড়লেন দ্রাবিড় ও তাঁর ছাত্ররা