Virat Kohli: টি-টোয়েন্টিতে কোহলিকে ওপেনিংয়েই পছন্দ গাভাসকরের

Rohan Gavaskar: বিরাট কোহলি এ বারের এশিয়া কাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। রিজওয়ানের থেকে এক ইনিংস কম খেলেছেন। বিরাটের থেকে রিজওয়ান মাত্র ৫ রান বেশি করে, টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী। এ বারের এশিয়া কাপে দুটি অর্ধশতরান এবং একটি শতরান এসেছে বিরাটের ব্য়াটে। অনেকেই অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে শতরানকে গুরুত্ব দিচ্ছেন না।

Virat Kohli: টি-টোয়েন্টিতে কোহলিকে ওপেনিংয়েই পছন্দ গাভাসকরের
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2022 | 3:02 PM

কলকাতা : আন্তর্জাতিক টি ২০ তে প্রথম শতরান। এশিয়া কাপে ভারত ফাইনালে উঠতে পারেনি। তবে বিরাট কোহলির (Virat Kohli) শতরানের তৃপ্তি নিয়ে ফিরেছে। আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচেই কেরিয়ার সেরা বোলিংও করেছেন ভুবনেশ্বর কুমার। যাবতীয় আকর্ষণ ছিল বিরাটের ইনিংসে। আইপিএলে নিয়মিত করেন বিরাট। জাতীয় দলেও এর আগে বহু ম্যাচে ওপেনিং করেছেন। দীর্ঘ তিন বছরের শতরানের খরা কেটেছে ওপেনিংয়ে নেমেই। গত বছর রোহিত শর্মার সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের সূচনা করেছিলেন বিরাট। তখনই বলেছিলেন, হতেই পারে টি ২০ বিশ্বকাপে ( T20 World Cup) রোহিতের সঙ্গে তিনিই জুটি বাঁধবেন। তা যদিও হয়নি। এ বার এশিয়া কাপের শেষ ম্যাচে রোহিত বিশ্রাম নেন। বিকল্প ছিলেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ দীপক হুডাও। রাহুলের সঙ্গে ওপেন করেন এবং শতরানের ইনিংস। সুনীল গাভাসকর পুত্র, ভারতের প্রাক্তন ক্রিকেটার রোহন গাভাসকর (Rohan Gavaskar) মনে করছেন বিরাট কোহলি টি ২০ তে ওপেনিংয়েই বেশি স্বচ্ছন্দ। বিরাট ওপেন করলে দলের পক্ষেও লাভজনক বলেও মত রোহনের।

ভারতের প্রাক্তন ক্রিকেটার রোহন গাভাসকর বলছেন, ‘যদি বলা হয়, বিরাটের ওপেন করা উচিত কী না, আমার মতে, এটা দারুণ বিকল্প। ওপেনিংয়ে ওর পারফরম্যান্স ঈর্ষণীয়। এই পজিশনে ব্যাট করে বিরাটের গড় ৫৫-৫৭, স্ট্রাইকরেট প্রায় ১৬০। ওর গত ইনিংসটাই ধরা যাক। ওপেনিংয়ে নেমে অপরাজিত ১২২ রান। এর থেকেই বোঝা যায়, ওপেন করতে বিরাট নিজেও কতটা ভালোবাসে। আমার পুরোপুরি মনে পড়ছে না ঠিক কবে বলেছিল, এটুকু পরিষ্কার মনে আছে, ও নিজেও বলেছিল ওপেন করতে চায়। সুতরাং, ভারতীয় দলের কাছে এটা দারুণ বিকল্প।’

বিরাট ওপেন করায় গত ম্যাচে তিনে ব্যাট করেন সূর্যকুমার যাদব। বিরাট টি ২০ তে নিয়মিত ওপেন করলে সূর্যকুমার যাদবের ব্যাটিং পজিশন কী হতে পারে, সেই বিষয়েও মত দিয়েছেন রোহন। বলছেন, ‘বিরাট ওপেন করলে সূর্যকুমার যাদবের জন্য তিন নম্বর পজিশন দারুণ বিকল্প। ওপেনার হিসেবে বিরাটের যা সাফল্য, একান্তই যদি বিরাট ওপেন করে, সে ক্ষেত্রে আমার অন্যতম পছন্দের প্লেয়ার লোকেশ রাহুলকে জায়গা ছাড়তেই হবে। আগেও বলেছি, রাহুল বিশ্বমানের ব্যাটার। তবে স্কাই তিন নম্বরে সেরা বিকল্প। সূর্য সংক্ষিপ্ত কেরিয়ারে যা সাফল্য পেয়েছে, ওকে তিন নম্বরেই দেখতে চাইব।’

বিরাট কোহলি এ বারের এশিয়া কাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। রিজওয়ানের থেকে এক ইনিংস কম খেলেছেন। বিরাটের থেকে রিজওয়ান মাত্র ৫ রান বেশি করে, টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী। এ বারের এশিয়া কাপে দুটি অর্ধশতরান এবং একটি শতরান এসেছে বিরাটের ব্য়াটে। অনেকেই অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে শতরানকে গুরুত্ব দিচ্ছেন না। রোহনের পরিষ্কার জবাব, ‘সকলকে সম্মান জানিয়েই বলতে চাই, শতরান মানে শতরান। শুধু আমিই কেন, বিশ্বের যে কোনও ক্রিকেটারকে জিজ্ঞেস করলে সহমত হবেন। বিরাট কিন্তু আন্তর্জাতিক মঞ্চে শতরান করেছে। সেটা ভুললে চলবে না। দুর্বল দল, শক্তিশালী দল আমি এ সবে বিশ্বাসী নই। বিরাট দুর্দান্ত একটা শতরান করেছে। প্রতিপক্ষ কে ছিল ভুলে গিয়ে এটা মনে রাখা উচিত, আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করেছে বিরাট।’