T20 World Cup Prize Money: টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নের ঝুলি ভরবে কোটি কোটি টাকায়

১৩ নভেম্বর রয়েছে ক্রিকেটের মেগা ইভেন্টে ফাইনাল।

T20 World Cup Prize Money: টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নের ঝুলি ভরবে কোটি কোটি টাকায়
T20 World Cup 2022: টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নের ঝুলি ভরবে কোটি কোটি টাকায়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2022 | 4:18 PM

দুবাই: এ বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) জিতলেই কোটি কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল। আইসিসির (ICC) পক্ষ থেকে আজ, শুক্রবার ঘোষণা করা হল আসন্ন টি-২০ বিশ্বকাপের পুরস্কার মূল্য। এ বারের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় যা ১৩ কোটি ৪ লক্ষ ৮২ হাজার ৪৮০ টাকা। পাশাপাশি রানার্স দল পাবে এর অর্ধেক টাকার আর্থিক পুরস্কার। ১৩ নভেম্বর রয়েছে ক্রিকেটের মেগা ইভেন্টে ফাইনাল।

৪৫ ম্যাচের এই মেগা ইভেন্টের সেমিফাইনালে পৌঁছবে যে চার দল, তারা পাবে ৪ কোটি টাকা করে। গত বারের বিশ্বকাপের মতোই সুপার টুয়েলভে খেলা আটটি দল পাবে ৭০ হাজার ডলার করে। অর্থাৎ, যে দল এ বারের বিশ্বকাপের একটি ম্যাচেও জিততে পারবে না, তারাও খালি হাতে ফিরবে না।

এ বারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জেতার জন্য থাকছে আলাদা প্রাইজমানি। একটি ম্যাচ জিততে পারলে সুপার টুয়েলভ এর সেই দল পাবে ৪০ হাজার ডলার করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়া চারটি দল পাবে ৪০ হাজার ডলার করে। অর্থাৎ সেখানে খরচ হবে মোট ১ লক্ষ ৬০ হাজার ডলার। পুরো টুর্নামেন্টে মোট আর্থিক পুরস্কার মূল্য রাখা হয়েছে ৫.৬ মিলিয়ন ডলার।

যে আটটি দল সুপার টুয়েলভে সরাসরি যোগ্যতা অর্জন করেছে সেগুলি হল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-এ -তে রয়েছে নামিবিয়া, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহি। এবং গ্রুপ-বি-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে।

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য —

  • চ্যাম্পিয়ন: ১.৬ মিলিয়ন ডলার
  • রানার্স আপ: ৮ লাখ ডলার
  • সেমিফাইনালে পরাজিত প্রতিটি দল: ৪ লাখ ডলার
  • সুপার টুয়েলভে প্রতি ম্যাচের জয়ী দল: ৪০ হাজার ডলার
  • সুপার টুয়েলভ থেকে বাদ পড়া প্রতিটি দল: ৭০ হাজার ডলার
  • প্রথম পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল: ৪০ হাজার ডলার
  • প্রথম পর্বের ম্যাচে জেতা প্রতিটি দল: ৪০ হাজার ডলার