India vs Australia: বুমরাকে কেন খেলানো হল না? ব্যাখ্যা করলেন হার্দিক

Hardik Pandya: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার ওপেনিংয়ে নেমেই ৩০ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। তাঁর প্রশংসায় মাতলেন হার্দিক। বলেন, 'ওর বেশ কিছু ম্যাচের ভিডিয়ো দেখেছি। সেই অনুযায়ী পরিকল্পনাও গড়া হয়েছিল। মাঠে নেমে তার বাস্তবায়ন করতে পারিনি। ও দারুণ কিছু শট খেলেছে। ওকেও কৃতিত্ব দিতে হবে।'

India vs Australia: বুমরাকে কেন খেলানো হল না? ব্যাখ্যা করলেন হার্দিক
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2022 | 6:45 AM

মোহালি : বোর্ডে ২০৮ রান তুলেও হার। স্লগ ওভারে ভুবনেশ্বর কুমারের বোলিং আবারও হতাশার। তিনটি ক্যাচ মিস করেছে ভারত। তবুও একটা সময় জয়ের আশা ছিল। শেষ চার ওভারে ৫৫ রান করতে হত অস্ট্রেলিয়াকে (India vs Australia)। ১৮ এবং ১৯ তম ওভারে হর্ষল প্যাটেল এবং ভুবনেশ্বর কুমার দিলেন যথাক্রমে ২২ ও ১৬ রান। এশিয়া কাপেও স্লগ ওভারে ভুবির বোলিং হতাশ করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হল হার দিয়ে। মোহালিতে প্রথম টি ২০-তে ২০৯ রান তাড়া করেও ৪ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। চোট সারিয়ে এই সিরিজের স্কোয়াডে ফিরেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও হর্ষল প্যাটেল। দ্বিতীয় জন খেললেও বুমরাকে একাদশে রাখা হল না। ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়লেন অক্ষর প্য়াটেল। বাকি সকলেই ওভার প্রতি রান দিলেন ১১-র বেশি। ভুবনেশ্বর কুমারের ৪ ওভারে ৫২, হর্ষলের ৪ ওভারে ৪৯। এই জুটির ৮ ওভারে এল ১০১ রান। বুমরা থাকলে ম্যাচ জেতা সম্ভব হত? তাঁকে কেন খেলানো হল না! সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা করলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

একাদশে বুমরার না থাকা অবাক করার মতোই। হার্দিক বলেন, ‘আমরাও জানি বুমরা কতটা গুরুত্বপূর্ণ সদস্য। বোলিং নিয়ে কিছু না কিছু চিন্তা থাকবেই। সকলের উপরই ভরসা রাখতে হবে। এটাই দেশের সেরা ১৫ ক্রিকেটারের স্কোয়াড। সেরা বলেই ১৫ জনের স্কোয়াডে রয়েছে তারা। একাদশে জসপ্রীতের না থাকা বিরাট পার্থক্য় গড়ে দেয়। ও সবে চোট থেকে ফিরেছে। তাড়াহুড়ো করে ওকে খেলানো ঠিক হত না। ওকে আরও একটু সময় দেওয়া জরুরি।’ গত আইপিএল থেকে স্বপ্নের ফর্মে রয়েছেন হার্দিক নিজে। মোহালিতে প্রথম ম্যাচে ৩০ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন অলরাউন্ডার হার্দিক। ভারতের ২০৮ স্কোরের ক্ষেত্রে বড় অবদান তাঁরই। নিজের পারফরম্যান্স প্রসঙ্গে হার্দিক বলছেন, ‘সম্প্রতি বেশ কিছু সাফল্য পেয়েছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, কীভাবে আরও ভালো পারফর্ম করতে পারি? কেরিয়ার গ্রাফ যাই হোক, আমি কখনোই সাফল্য-ব্যর্থতা নিয়ে মাথা ঘামাইনি। এই ম্যাচে হয়তো ভালো খেলেছি। পরের ম্যাচে ওরা (প্রতিপক্ষ) আমাকে নিয়ে বাড়তি পরিকল্পনা করবে। আমাকে ওদের থেকেও এক ধাপ এগিয়ে ভাবতে হবে, কীভাবে আরও ভালো খেলা যায়।’

বিশাল রান তাড়া করতে নেমে ইনিংসের মাঝপথে পরপর তিন উইকেট হারালেও সহজেই জিতেছে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলিংকে নিয়ে ছিনিমিনি খেলেছে। হার্দিক অবশ্য বিষয়টাকে অন্যভাবে দেখছেন। বলেন, ‘এ খানে শিশিরের কোনও প্রভাব ছিল না। অজি ব্যাটারেদের কৃতিত্ব দিতেই হবে। ওরা খুবই ভালো খেলেছে। বোলিং নিয়ে আমাদের যা পরিকল্পনা ছিল, সে গুলো কাজে লাগাতে পারিনি। তবে হার নিয়ে খুব বেশি ভাবছি না। এটি দ্বিপাক্ষিক সিরিজ। ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের কাছে আরও দুটো ম্যাচ রয়েছে। পারফরম্যান্সে উন্নতি করাই লক্ষ্য থাকবে।’ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার ওপেনিংয়ে নেমেই ৩০ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। তাঁর প্রশংসায় মাতলেন হার্দিক। বলেন, ‘ওর বেশ কিছু ম্যাচের ভিডিয়ো দেখেছি। সেই অনুযায়ী পরিকল্পনাও গড়া হয়েছিল। মাঠে নেমে সে গুলোর বাস্তবায়ন করতে পারিনি। ও দারুণ কিছু শট খেলেছে। ওকেও কৃতিত্ব দিতে হবে।’