INDIA vs Sri Lanka: হরমনদের সিরিজ শুরু আজ, সম্প্রচার জটিলতা

ভবিষ্যতের প্রস্তুতি শুরু হচ্ছে এই সিরিজ থেকেই। ভারতের মূল সমস্যা টপ অর্ডার ব্যাটিং।

INDIA vs Sri Lanka: হরমনদের সিরিজ শুরু আজ, সম্প্রচার জটিলতা
সতীর্থের জন্মদিন পালনে ভারতীয় দল।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2022 | 10:00 AM

ডাম্বুলা: হরমনপ্রীত কউরদের (Harmanpreet Kaur) শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে আজ। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত (India)। ডাম্বুলায় আজ প্রথম টি ২০। ম্যাচের আগে সম্প্রচার নিয়ে জটিলতা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেশের মধ্যে সম্প্রচারের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। কিন্তু ভারতীয় দর্শকরা সেই ম্যাচের সম্প্রচার দেখতে পাবেন কী না, নিশ্চিত করেনি। সাংবাদিক সম্মেলনে অধিনায়ক হরমনপ্রীত কউরও জানালেন, আমিও শুনেছিলাম সম্প্রচার হবে, কিন্তু বোর্ডের তরফে কোনও নিশ্চয়তা আসেনি। হয়তো শেষ মুহূর্তে কোনও পরিবর্তন হবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে ম্যাচটি সম্প্রচার হবে। কিন্তু শুধুমাত্র দেশের মধ্যে বলেই দেখা যাবে, এমনটাই লিখেছে তারা।

মিতালি রাজ টি ২০ ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। কিছুদিন আগে সব ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন। শ্রীলঙ্কায় মিতালি পরবর্তী যুগ শুরু হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। টি ২০ ফরম্যাট হোক বা ওডিআই। বিশ্বকাপ অধরা ভারতের। ভবিষ্যতের প্রস্তুতি শুরু হচ্ছে এই সিরিজ থেকেই। ভারতের মূল সমস্যা টপ অর্ডার ব্যাটিং। এখন সব ফরম্যাটেই অধিনায়ক হরমনপ্রীত অবশ্য বলছেন, টপ অর্ডারে যথেষ্ঠ বিকল্প রয়েছে দলে। সহ অধিনায়ক স্মৃতি মন্ধানার পাশাপাশি টপ অর্ডারে রয়েছেন শেফালি বর্মা, সাব্বিনেনি মেঘনা এবং যষ্টিকা ভাটিয়া। স্মৃতি, শেফালির ওপেনিং করা নিশ্চিত। অধিনায়ক হরমনপ্রীত বলছেন, ‘টপ অর্ডারে প্রচুর বিকল্প রয়েছে। এর মধ্যে চার জন ওপেনিংও করতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে সকলকেই সুযোগ দেওয়া হবে। আমরা সকলেই দেশের প্রতিনিধিত্ব করছি। যেটুকু সুযোগ আসবে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।‘

নিউজিল্যান্ডে এবারের ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটার জেমিমা রডরিগজের। যা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ স্কোয়াডে রয়েছেন জেমিমা। হরমনপ্রীত বলছেন, ‘জেমিমা অভিজ্ঞ ক্রিকেটার। টি ২০ সিরিজে নিঃসন্দেহে বড় ভূমিকা নেবে জেমিমা। সকলকেই সুযোগ দেব এটুকু নিশ্চয়তা দিতে পারি। জেমিমা যতটুকুই সুযোগ পেয়েছে, কাজে লাগিয়েছে। কমনওয়েলথ গেমসের কথা ভেবে বাকিদেরও সুযোগ দিতে চাই।‘