Asia Cup 2022: আজ জিতলেই ফাইনাল, এশিয়া কাপের সেমিতে ভারতের সামনে থাইল্যান্ড

India vs Thailand: গত বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে। তাদের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে না গেলে চিত্রটা অন্যরকম হতেই পারত। প্রথম বার এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে থাইল্য়ান্ড।

Asia Cup 2022: আজ জিতলেই ফাইনাল, এশিয়া কাপের সেমিতে ভারতের সামনে থাইল্যান্ড
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 2:16 AM

সিলেট: আর মাত্র দুটো ম্যাচ। এশিয়া (Asia Cup 2022) সেরা হওয়ার পথে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এখনই খুব সহজে তা বলা যাচ্ছে না। দুটো ধাপের মধ্যে শেষটা অনেক কঠিন হতে পারে। মেয়েদের এশিয়া কাপে সেমিফাইনালে আজ ভারতের প্রতিপক্ষ থাইল্যান্ড (India vs Thailand)। মনে হতে পারে খুব সহজ। হয়তো ম্যাচটা তাই হবে। কিছুটা আশঙ্কা থেকে যায় তবুও। এই থাইল্যান্ডই পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে গ্রুপ পর্বে। আবার পাকিস্তানের কাছে হেরেছে ভারত। কাগজে কলমে যাই হোক, মাঠে নেমে যে দল ভালো খেলবে জিতবে তারাই। ভারতকে (Team India) ফাইনালে উঠতে থাইল্যান্ডকেই হারাতে হবে আজ সেমিফাইনালে।

গত বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে। তাদের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে না গেলে চিত্রটা অন্যরকম হতেই পারত। প্রথম বার এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে থাইল্য়ান্ড। তাদের হারানোর কিছু নেই। পাওয়ার অনেক কিছু রয়েছে। গ্রুপ পর্বে ভারতের মতো শক্তিশালী দলের কাছে হেরেছে থাইল্যান্ড। ভারতীয় স্পিন দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে তারা। মাত্র একজন ব্যাটার দু অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হয়েছিল। তবে নকআউটে ম্যাচে পরিস্থিতি অন্য। যে কেউ ম্যাচের রঙ বদলে দিতে পারে। ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। ছোট্ট ভুলের বড় খেসারত দিতে হতে পারে।

ভারতীয় মহিলা ক্রিকেট দল এ বারের এশিয়া কাপে শুরু থেকেই ছন্দে। প্রতি ম্যাচেই কিছু না কিছু পরীক্ষা চলছে। অপরিবর্তিত একাদশ নামাতে দেখা যায়নি ভারতকে। সেমিফাইনালে হয়তো সেরা একাদশই নামাতে দেখা যাবে। হয়তো ফিরবেন অধিনায়ক হরমনপ্রীত কৌরও। পাকিস্তানের বিরুদ্ধে হার ছাড়া টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফর্ম করেছে ভারত। স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগজরা ভালো ছন্দে রয়েছেন। তেমনই অলরাউন্ড পারফর্ম করছেন দীপ্তি শর্মা। সেমিফাইনালে আরও একটা দাপুটে পারফরম্যান্সের প্রত্যাশা। থাইল্যান্ড কাগজে কলমে শক্তিশালী না হলেও তাদের দুই ওপেনারকে সমীহ করতেই হয়। বিশেষত নথকন চন্তম। পাকিস্তানের বিরুদ্ধে থাইল্যান্ডের জয়ে বড় ভূমিকা ছিল চন্তমের। ম্যাচ জেতানো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন চন্তম। ভারতের ভরসা, ছন্দে ফিরেছেন ওপেনার শেফালি ভার্মা।

ভারত বনাম থাইল্যান্ড, সকাল ৮.৩০, ডিজনি প্লাস হটস্টারে সরাসরি সম্প্রচার