India vs Pakistan: ‘ভারত তো কোটিপতিদের দল, তাও পাকিস্তানের কাছে হারছে’, বিরাটদের কটাক্ষ পাক নির্বাচকের!

নিজেদের দলের ক্ষমতা বোঝাতে গিয়ে ভারতীয় দলকে টেনে নিয়ে এসেছেন ওয়াসিম। শুধু ভারতের কথা বলেননি, রীতিমতো ভারতীয় দলকে কটাক্ষ করেছেন তিনি।

India vs Pakistan: 'ভারত তো কোটিপতিদের দল, তাও পাকিস্তানের কাছে হারছে', বিরাটদের কটাক্ষ পাক নির্বাচকের!
'ভারত তো কোটিপতিদের দল, তাও পাকিস্তানের কাছে হারছে', বিরাটদের কটাক্ষ পাক নির্বাচকের!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2022 | 1:08 PM

করাচি: এ বারের এশিয়া কাপের (Asia Cup 2022) ফাইনালে শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে হারার পর পাকিস্তানকে (Pakistan) চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয়েছে। বাবর আজমদের পারফরম্যান্সের পাশাপাশি দল নির্বাচন নিয়েও রীতিমতো প্রশ্ন উঠেছে। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে খুশি নন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। দলের ক্ষমতা নিয়েও তাঁরা প্রশ্ন তুলছেন। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে যে কারণে চুপ থাকতে পারেননি পাকিস্তানের প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিম। নিজেদের দলের ক্ষমতা বোঝাতে গিয়ে ভারতীয় দলকে টেনে নিয়ে এসেছেন ওয়াসিম। শুধু ভারতের কথা বলেননি, রীতিমতো ভারতীয় দলকে কটাক্ষ করেছেন তিনি।

বাবর আজমরা এশিয়া কাপের ফাইনালে দাসুন শানাকাদের কাছে হেরে গিয়েছেন তা ঠিক। কিন্তু ওই পাক দলই রোহিত-বিরাটদের ভারতকে এশিয়া কাপের মঞ্চে হারিয়েছে। আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ভালো পারফর্ম করবে। কুড়ি-বিশের বিশ্বকাপের জন্য টি-২০ স্কোয়াড ঘোষণা করার পর এই কথা সকলকে মনে করিয়ে দেন ওয়াসিম। তিনি বলেন, “ভারত তো কোটিপতিদের দল। তাও গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক কিংবা এ বারের এশিয়া কাপে আমরা দেখিয়ে দিয়েছি দল হিসেবে আমরা কী করতে পারি। আমাদের দলের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের ছেলেরা ক্রিকেটপ্রেমীদের একই রকম ভাবে আনন্দ দেবে।”

তিনি আরও বলেন, “আমি মনে করি আমাদের ইতিবাচক দিকগুলি দেখতে হবে। আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এবং এশিয়া কাপের ফাইনালে খেলেছি। তাই দু’একটা খারাপ পারফরম্যান্সের ভিত্তিতে দলকে পুরোপুরি বাদ দেওয়াটা ঠিক হবে না।”

আগামীকাল (২০ সেপ্টেম্বর) থেকে পাকিস্তান ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এরপর টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান নিউজিল্যান্ডে যাবে ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য।

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনেইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির। রিজার্ভ: ফখর জামান, মহম্মদ হ্যারিস, শাহনওয়াজ দাহানি