INDW vs NZW: ঐতিহাসিক সেমিফাইনাল, আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

ICC U19 Women's World Cup:ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটার মিতালি রাজের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা জানাতে ভুললেন না শেফালি। অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও মিতালি। শেফালি ভার্মা বলছেন, 'ওঁর কাছ থেকে প্রতিনিয়ত শিখেছি। চেষ্টা করেছি অনুসরণ করার। বিশ্বকাপের আগেও ওঁর সঙ্গে কথা হয়েছে। মিতুদি বুঝিয়েছে, মাথা ঠান্ডা রাখতে এবং নিজেদের দক্ষতার উপর ভরসা রাখতে।'

INDW vs NZW: ঐতিহাসিক সেমিফাইনাল, আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
Image Credit source: ICC, FILE
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2023 | 7:45 AM

পচেস্ট্রুম: প্রথম বার অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ। উদ্বোধনী সংস্করণেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারত। মেয়েদের ক্রিকেটে ঐতিহাসিক একটা মুহূর্ত। প্রথম বার ট্রফি উঠবে কার হাতে, তার জন্য অপেক্ষা। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টে অনবদ্য ছন্দে শেফালি ভার্মারা। সুপার সিক্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে অবধি অপরাজিত ছিল ভারতীয় দল। অজিদের কাছে হারে কিছুটা অস্বস্তি ছিল ভারতীয় শিবিরে। যদিও পরদিনই শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় এবং সেমিফাইনালেও উঠেছে ভারত। এখন আর দুটো ম্যাচ জিততে পারলেই ট্রফি। সেই লক্ষ্যে নিউজিল্যান্ড বাধা পেরিয়ে ফাইনালে উঠতে হবে। বিস্তারিত TV9Bangla-য়।

ভারতের সিনিয়র দলের দুই ক্রিকেটার শেফালি ভার্মা এবং রিচা ঘোষ খেলছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। দু-জনেই দারুণ ছন্দে। রিচাকে অবশ্য খুব বেশি ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি। উইকেটের পিছনে ভরসা দিয়েছেন। শেফালির সঙ্গে নজর কেড়েছেন সহ অধিনায়ক শ্বেতা শেরাওয়াত। বিশ্ব ক্রিকেটে শেফালি পরিচিত নাম। মেয়েদের ক্রিকেটে তাঁর বিধ্বংসী ওপেনার খুবই কম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও তার ঝলক পাওয়া গিয়েছে। টুর্নামেন্টে সব মিলিয়ে ৯ ম্যাচে ২৫১ রান করেছেন শেফালি। স্ট্রাইকরেট ১৪০-র বেশি। আলাদা করে বলতে হয় তাঁর ওপেনিং সঙ্গী সহ অধিনায়ক শ্বেতা শেরাওয়াতের কথা। ১০ ম্যাচে ২৭৩ রান করেছেন শ্বেতা। স্ট্রাইকরেট ১৩০-এর নীচে হলেও গড় ৪৫ এর বেশি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাফল্য পেতে নজর থাকবে এই ওপেনিং জুটির উপর।

ভারতীয় বোলিংয়ে মূলত পার্থক্য গড়ে দিচ্ছেন স্পিনাররা। তবে ভালো বোলিং করছেন পেসার তিতাস সাধুও। বোলিংয়ে দু-জনের কথা বিশেষ করে বলতে হয়। বাঁ হাতি স্পিনার মন্নত কাশ্যপ এবং লেগস্পিনার পার্শ্ববী চোপড়া। দু-জনই ৮টি করে ম্যাচ খেলে ১০টি করে উইকেট নিয়েছেন। সুপার সিক্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন পার্শ্ববী। সেমিফাইনালের আগে ভারত অধিনায়ক শেফালি ভার্মা বলছেন, ‘সেমিফাইনালে পৌঁছেছি। আমরা খুবই খুশি এবং উত্তেজনায় ফুটছি। পরস্পরের পাশে থেকে টুর্নামেন্টটাকে উপভোগ করছি।’ ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটার মিতালি রাজের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা জানাতে ভুললেন না শেফালি। অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও মিতালি। শেফালি ভার্মা বলছেন, ‘ওঁর কাছ থেকে প্রতিনিয়ত শিখেছি। চেষ্টা করেছি অনুসরণ করার। বিশ্বকাপের আগেও ওঁর সঙ্গে কথা হয়েছে। মিতুদি বুঝিয়েছে, মাথা ঠান্ডা রাখতে এবং নিজেদের দক্ষতার উপর ভরসা রাখতে।’