India vs Sri Lanka: একডজন জয়ে হরমনপ্রীতের নজির, সিরিজ ভারতের

মিতালি রাজকে ছাপিয়ে আন্তর্জাতিক টি ২০ তে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক হলেন হরমন।

India vs Sri Lanka: একডজন জয়ে হরমনপ্রীতের নজির, সিরিজ ভারতের
ট্রফি নিচ্ছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত।Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2022 | 9:05 PM

ডাম্বুলা: এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি ২০ সিরিজ নিশ্চিত ভারতীয় মহিলা দলের (BCCI Women)। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতল ভারত। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা একডজন ম্যাচে জয়। দ্বিতীয় ম্যাচে নজির গড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। মিতালি রাজকে (Mithali Raj) ছাপিয়ে আন্তর্জাতিক টি ২০ তে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক হলেন হরমন। ৮৯ ম্যাচে মিতালির মোট রান ২৩৬৪। হরমনপ্রীত কউর ১২৩ ম্যাচে ২৩৭২ রানে তাঁকে ছাপিয়ে গেলেন। ম্যাচ এবং সিরিজ জিতলেও টপ অর্ডার চিন্তা মিটল না ভারতের। মাত্র ১২৬ রান তাড়া করতে নেমেও হোঁচট খেল ভারত। শেষ অবধি অধিনায়ক এবং সহ অধিনায়কের গুরুত্বপূর্ণ ইনিংসে ৫ উইকেটে জয়।

টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরু দেখে মনে হয়েছিল বিশাল স্কোর গড়তে চলেছে তারা। ভিষ্মি গুণরত্নে এবং চামারি আতাপাত্তুর ওপেনিং জুটিতে ওঠে ৮৭ রান। অবশেষে ১৪ তম ওভারে জুটি ভাঙেন পূজা বস্ত্রকার। আতাপাত্তু ৪১ বলে ৪৩ রানে ফেরেন। ১৭ তম ওভারে আরেক ওপেনার ভিষ্মিকে (৪৫) ফেরান অধিনায়ক হরনমপ্রীত। এরপর আর শ্রীলঙ্কার কোনও ব্যাটার দু অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১২৫ রান করে শ্রীলঙ্কা।

রান তাড়ায় ভারতের শুরু একেবারেই ভালে হয়নি। ওপেনার শেফালি বর্মা (১৭), সাব্বিনেনি মেঘনা (১৭) বড় রান করতে ব্যর্থ। একাদশ ওভারে ফেরেন স্মৃতি মান্ধানা। ৩৪ বলে ৩৯ রান করেন তিনি। গত ম্যাচে অনবদ্য ইনিংস খেলা জেমিমা এদিন রান পেলেন না। অধিনায়ক হরমনপ্রীতের অপরাজিত ৩১ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়।

ম্যাচ শেষে স্মৃতি মান্ধানা বলেন, ‘পিচ মন্থর ছিল, বল নীচু হয়ে এসেছে। তবে কঠিন পিচ বলা যায় না।‘ শ্রীলঙ্কার ওপেনিং জুটি চাপে রেখেছিল ভারতকে। তরুণ বোলিং লাইন আপ ধৈর্য ধরে রেখেছে, এমনটাই জানালেন স্মৃতি। বলছেন, ‘গত ম্যাচেও ওরা খুবই ভালো পারফর্ম করেছে। ওদের খুব বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না। পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। আমাদের কিছু মিস ফিল্ড হয়েছে।‘