Virat Kohli: জিম্বাবোয়েতে তিন ম্যাচের ওডিআই সিরিজ, বিরাট ফিরবেন!

এ বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। বিরাট কোহলি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছেন এ বিষয়ে সন্দেহ নেই। তবে বিরাট কোহলিকে নিয়ে ভাবনাও রয়েছে।

Virat Kohli: জিম্বাবোয়েতে তিন ম্যাচের ওডিআই সিরিজ, বিরাট ফিরবেন!
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2022 | 6:24 PM

নয়াদিল্লি: দীর্ঘ ছ’বছর পর জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্য়াচের একদিনের সিরিজ খেলবে তারা। অগস্টে ১৮, ২০, ২২ তারিখ এই তিনটি ওডিআই হবে। প্রত্যাশা করা হচ্ছে, এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল (KL Rahul)। খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলিকেও (Virat Kohli)। ২০২৩ সালে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তারই যোগ্যতা অর্জনের অংশ এই সিরিজ। প্রতি ম্যাচেই পয়েন্ট থাকবে। স্বাভাবিকভাবেই এই সিরিজ জিম্বাবোয়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ। টি ২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করায়, আত্মবিশ্বাসে ভরপুর জিম্বাবোয়ে শিবির। ভারতের জন্য সিরিজ এত সহজ হবে না।

সদ্য ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ এবং টি ২০ সিরিজ জিতেছে ভারত। এবার ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়েস্ট ইন্ডিজে একদিনের সিরিজে এক ঝাঁক ক্রিকেটারকের বিশ্রাম দেওয়া হয়েছে। টি ২০ সিরিজে ফিরবেন রোহিতরা। বিরাট কোহলিকে পুরো সফরেই বিশ্রাম দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, বিরাট কোহলি একেবারে এশিয়া কাপ ক্রিকেটেই জাতীয় দলে ফিরবেন। যদিও অন্যরকম সম্ভাবনাও দেখা দিচ্ছে।

এ বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। বিরাট কোহলি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছেন এ বিষয়ে সন্দেহ নেই। তবে বিরাট কোহলিকে নিয়ে ভাবনাও রয়েছে। ২০১৯-র পর বিরাটের ব্যাটে আন্তর্জাতিক শতরান নেই। তাঁকে নিয়ে নানা প্রশ্নও উঠছে। বিশ্বকাপের আগে বিরাট কোহলির ফর্ম মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, জাতীয় দলের নির্বাচকরা চাইছেন বিরাটোকে জিম্বাবোয়ে সফরে পাঠাতে। ইংল্যান্ডে রান পাননি। কিছুদিনের বিশ্রাম কাটিয়ে বিরাট জিম্বাবোয়ে সফরে গিয়ে রান পেলে, আত্মবিশ্বাস ফিরে পাবেন। সমালোচকদের মুখও বন্ধ করা সম্ভব হবে।